গল: দু বছর আগে লজ্জাজনক হারের স্মৃতি ঝেড়ে ফেলে গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। আজ ম্যাচের চতুর্থ দিনেই ৩০৪ রানে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এই জয় পাওয়ায় স্বস্তিতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, নিখুঁত জয় পেয়েছে ভারত। ম্যাচের পর বিরাট বলেছেন, ‘২০১৫ সালে আমাদের যে টেস্ট ম্যাচে জয় পাওয়া উচিত ছিল, সেটায় হেরে গিয়েছিলাম। তবে দু বছর পরে আমরা নিখুঁত জয় পেলাম।’


বিরাটের মতে, ভারতীয় দল এখন অভিজ্ঞতায় ভরপুর। তাঁরা ভাল খেলছেন। যেভাবে এই টেস্টে দল খেলেছে, তাতে তিনি খুশি। গলের উইকেট থেকে বোলাররা সেভাবে সাহায্য পাননি। তাঁরা দক্ষতার পরিচয় দিয়েছেন। বিপক্ষের ব্যাটসম্যানদের উপর ক্রমাগত চাপ বজায় রেখে উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। সেই কারণেই এটি বিশেষ জয়।

ভারতের টেস্ট দলের দুই নিয়মিত ওপেনার মুরলী বিজয় ও লোকেশ রাহুল যথাক্রমে চোট ও অসুস্থতার জন্য এই টেস্টে খেলতে পারেননি। শিখর ধবন ও অভিনব মুকুন্দ সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম ইনিংসে ১৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন ধবন। তিনিই ম্যাচের সেরা। দ্বিতীয় ইনিংসে ৮১ রান করেন মুকুন্দ। ফলে পরের ম্যাচে ওপেনিং কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। দুই অনিয়মিত ওপেনারই রান পাওয়ায় খুশি বিরাট।