অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বিশাল জয়কে দলগত পারফরম্যান্সের ফল বলে বর্ণনা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে প্রায় দেড় বছর পরে চোট সারিয়ে ফেরা পেসার মহম্মদ শামির বিশেষ প্রশংসা করেছেন কোহলি।
ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে জয় এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংস ও ৯২ রানে এই জয় এশিয়ার বাইরে ভারতের বৃহত্তম জয়।
কোহলি বলেছেন, তিনি জানতেন না, এটাই এশিয়ার বাইরে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই জয় পেয়ে তাঁর ভাল লাগছে। জয় দিয়ে সিরিজ শুরু করা সবসময় ভাল। প্রস্তুতির জন্য তাঁদের হাতে তিন সপ্তাহ ছিল। অনুশীলন খুব ভাল হয়েছিল। সম্পূর্ণ দলগত পারফরম্যান্সের ফলেই জয় এসেছে।
ভারতের অধিনায়কের মতে, জয় পাওয়ার জন্য দ্রুত রান তোলা জরুরি। কারণ, বিপক্ষকে দু বার আউট করার জন্য পর্যাপ্ত সময় দরকার। ভারতের ইনিংসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভাল বল করছিলেন। এই সময় শিখর ধবন ভাল ব্যাট করছিলেন। তারপর অশ্বিন অসাধারণ ইনিংস খেলেন। পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলেও অশ্বিনের জন্যই সাত নম্বর পর্যন্ত ভারতের ব্যাটিং লাইন আপে ব্যাটসম্যান ছিলেন। দলগত ব্যাটিং পারফরম্যান্সের ফলেই তাঁরা বড় রান তুলতে পেরেছেন।
ব্যাটসম্যানদের মতোই বোলারদেরও প্রশংসা করেছেন কোহলি। তিনি বলেছেন, প্রাথমিকভাবে ভারত তিন স্পিনার নিয়ে এই টেস্টে খেলার কথা ভেবেছিল। কিন্তু পিচে ঘাস দেখে প্রথম একাদশে তিন পেসারকে রাখা হয়। অশ্বিন ব্যাটিং-বোলিং দুটোই ভাল করায় ভারতের সুবিধা হয়েছে। ইশান্ত দারুণ বল করেছেন। শামি চোট সারিয়ে ফিরে নিজেকে প্রমাণ করেছেন। উমেশ যাদবও ধারাবাহিকভাবে ভাল বল করেছেন। সব ম্যাচ জেতাই ভারতের লক্ষ্য। তাঁরা সব ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী।
দলগত পারফরম্যান্সের ফলেই জয়, বলছেন নেতা কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jul 2016 03:27 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -