নয়াদিল্লি: টি-২০ ও একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য হলেও, তাঁর কেরিয়ার অপূর্ণ বলে মনে করছেন গৌতম গম্ভীর। সদ্য অবসর নেওয়া এই বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি নিজেকে নিষ্পাপ মনে করি না। তবে আমাদের সিস্টেমে কিছু বিষয় সত্যিই অদ্ভুত। আমি সে বিষয়ে সরব হয়েছি। কেরিয়ার অপূর্ণ থাকার মধ্যে দিয়ে আমাকে তার মূল্য চোকাতে হয়েছে।’
ফিরোজ শাহ কোটলায় দিল্লির হয়ে শেষ রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শতরান করেন গম্ভীর। এরপর ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার বলেছেন, ‘আমাদের দেশে শুধু ক্রিকেটের সিস্টেমই না, কোনও জায়গাতেই কেউ আয়নার সামনে দাঁড়ানো পছন্দ করে না। আমরা বাস্তবের দিকে তাকানোর বদলে স্থিতাবস্থা বজায় রাখতে চাই। এই সিস্টেমে আমার দমবন্ধ হয়ে আসে। আমি অন্যায় ও কৃত্রিমতা বরদাস্ত করতে পারি না। অনেকেই আমাকে বলেছেন, কূটনৈতিক হতে পারতাম। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি অনেক শত্রু তৈরি করেছি, তবে শান্তিতে ঘুমোতে পেরেছি।’
গম্ভীর আরও বলেছেন, ‘আমাকে অনেকবারই ভুল বোঝা হয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আমি বলে থাকি, দল যত ভাল, একজন অধিনায়ক ততটাই ভাল, তাহলে সংবাদমাধ্যম ও সমালোচকরা ভাবলেন আমি এমএস ধোনিকে তোর দাগছি। আমি কেকেআর বা দিল্লির রঞ্জি দলকে নেতৃত্ব দেওয়ার সময়ও যখন একই কথা বলি, তখন সমালোচকরা উদাসীন থেকেছেন। এই ভুল বোঝাগুলি আমার কেরিয়ারের নেতিবাচক অংশ।’
আমার কেরিয়ার অপূর্ণ, প্রকাশ্যে মুখ খুলে শত্রু তৈরি করেছি, তবে শান্তিতে ঘুমোতে পেরেছি, বলছেন গম্ভীর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2018 05:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -