কোন চার পেসারকে সামলাতে গিয়ে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছিল? জানালেন রোহিত

এই পেসাররা হলেন ব্রেট লি, ডেল স্টেইন, কাগিসো রাবাডা ও জোশ হ্যাজেলউড।

Continues below advertisement
মুম্বই: বর্তমানে ভারতীয় দল তো বটেই, ক্রিকেট দুনিয়ারও অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। তবে কয়েকজন পেস বোলার তাঁকেও সমস্যায় ফেলেছেন। সে কথা নিজেই স্বীকার করলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক। সতীর্থ মহম্মদ শামির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে রোহিত চারজন পেসারের নাম জানিয়েছেন, যাঁদের বল খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন। এই পেসাররা হলেন ব্রেট লি, ডেল স্টেইন, কাগিসো রাবাডা ও জোশ হ্যাজেলউড। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রোহিতের। এতদিন তিনি সীমিত ওভারের ক্রিকেটেই সাফল্য পাচ্ছিলেন। টেস্টে সেভাবে সুযোগই পাননি। কিন্তু সম্প্রতি টেস্টে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। স্পিনারদের পাশাপাশি পেসারদের বোলিং সামলাতেও তাঁর সমস্যা হয় না। তবে রোহিত জানিয়েছেন, ‘অবসর নেওয়া দু’জন প্রিয় বোলারের বল কখনও খেলতে চাইতাম না। ওরা হল ব্রেট লি ও ডেল স্টেইন। স্টেইনের বল খেলতে চাইতাম না, কারণ ওর বলে একইসঙ্গে গতি ও স্যুইং ছিল। ওর বল আমার কাছে দুঃস্বপ্ন ছিল। এখন যাদের বল খেলতে চাই না তারা হল কাগিসো রাবাডা ও জোশ হ্যাজেলউড। বিশেষ করে টেস্টে হ্যাজেলউডের বল খেলতে চাই না। কারণ, ও নিয়ন্ত্রিত বোলিং করে এবং ওর বল লেংথের বাইরে যায় না। ও লুজ বল দেয় না। ওর বোলিং দেখে আমি এটা বুঝতে পেরেছি। আমাকে যদি অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে যেতে হয়, তাহলে ওর বল খেলার জন্য আমাকে সংযমী থাকার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য নজির গড়েছেন রোহিত। তিনিই একমাত্র ক্রিকেটার, যাঁর একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনটি দ্বিশতরান রয়েছে। তাঁর সর্বোচ্চ স্কোর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
Continues below advertisement
Sponsored Links by Taboola