কোহলির 'বিরাট' প্রশংসা, ভুবিও বিশ্বমানের, বললেন ওয়ার্নার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 May 2016 08:58 AM (IST)
বেঙ্গালুরু: নবম আইপিএল পেল নতুন চ্যাম্পিয়নকে। কিন্তু জয়ের পরও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দাবি, তাঁদের এই টুর্নামেন্ট জয় দলগত চেষ্টারই ফল। তবে বিজয়ী দলের অধিনায়ক ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায়ও পঞ্চমুখ। ওয়ার্নারের দাবি, কোহলি অসাধারণ, বিরাট মাপের দলনেতা। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুবই প্রশংসনীয়, আমার ক্ষমতা নেই সেই কৃতিত্ব কেড়ে নেওয়ার। নবম আইপিএল-এ কোহলি নিজেকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছেন। এবারের মরসুমে একটা মাপকাঠি গড়ে দিয়েছে ও। ফাইনালে ফেভারিটও ছিল কোহলির আরসিবি। কিন্তু দলের প্রতিটি প্লেয়ার সঠিক সময় খেলতে পেরেছে, ছিল সঠিক বোঝাপড়াও। ভাল ব্যাট করেছে, বল করেছে এবং ফিল্ডিংও করেছে, তাই আজ তাঁরা আইপিএল সেরা, দাবি ওয়ার্নারের। এদিকে নিজের দলের বোলার ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমানেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ওয়ার্নার। ওয়ার্নারের কথায়, ভুবনেশ্বর একজন বিশ্বমানের বোলার, এবং ডেথ ওভারে ভুবি এবং মুস্তাফিজুরের বোলিং কম্বিনেশন তাঁদের ঘরে এনে দিল আইপিএল ট্রফি। তবে ২০৮ রান তাড়া করতে নেমে এক উইকেট খুইয়ে যখন আরসিবি গেইলের নেতৃত্বে ১১৪ রান করে ফেলেছিল, তখন একটু হলেও চাপে পড়ে গিয়েছিল ওয়ার্নারের হায়দরাবাদ। তবে বিজয়ী দলের অধিনায়কের দাবি, তখনও তিনি জানতেন, পরপর কয়েকটা উইকেট তুলে নিতে পারলেই ম্যাচ তাঁদের মুঠোয় চলে আসবে।