জয়পুর: আইপিএলের ম্যাচে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই ঘটনার সমালোচনায় মুখর হলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা বলছেন, এই অদ্ভূত ও অবিশ্বাস্য ঘটনা একটা খারাপ নজিক হয়ে থাকল।
বরফ শীতল মস্তিষ্কের জন্য কেরিয়ারে ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাতি রয়েছে ধোনির। সেই সংযত স্বভাবের সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি একটি বল নো ডাকা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।
মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় ধোনিক ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
কিন্তু ধোনির আচরণের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক ওয়া, মাইকেল স্লেটার, শন টেট।
ক্ষুব্ধ ভন বলেছেন, অধিনায়ক (ধোনি) পিচে নেমে ছুটে আসবেন, এটা এতে পারে না। আমি ধোনিকে জানি এবং দেশের জন্য অনেক কিছুই করে থাকতে পারেন কিন্তু ডাগ আউট থেকে বেরিয়ে গিয়ে আম্পায়ারের দিকে আঙুল তোলার অনুমতি কারুর নেই। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। অধিনায়ক হিসেবে এমন নজির তৈরি করা যায় না।
রাজস্থান রয়্যালসের প্রাক্তন পেসার শন টেট বলেছেন, মাঠে ধোনির ঢুকে পড়াটা খুবই অদ্ভূত লাগল। এভাবে কেউ মাঠে ঢুকে পড়তে পারে না। এটা কোনও গলির বা অনূর্দ্ধ ১০ ক্রিকেট নয়..আমার মনে হয়, ধোনি মাঝেমাঝে ভুলে যায় যে ও খেলোয়াড়।
টেট বলেছেন, ধোনি তো ম্যাচ আধিকারিক নন। খেলোয়াড় কখনও ম্যাচ আধিকারিককে নিয়ন্ত্রণ করতে পারেন না।
ম্যাচের ধারাভাষ্যকার স্লেটার বলেছেন, আম্পায়ারের সঙ্গে কথা বলতে এর আগে কোনও অধিনায়ককে মাঠে ঢুকে পড়তে দেখিনি। অবিশ্বাস্য।


মার্ক ওয়া ট্যুইট করে বলেছেন, আইপিএল ম্যাচে চাপ রয়েছে। কিন্তু অধিনায়ক ধোনি যা করলেন তাতে হতাশ বলেও উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে মার্ক ওয়া কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক অশ্বিনের মাঁকড়ীয় আউট নিয়েও একই ধরনের মন্তব্য করেছেন।
আকাশ চোপড়া,দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মঞ্জেরেকরের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও ধোনির আচরণ নিয়ে সন্তুষ্ট নন।
দাশগুপ্ত বলেছেন, চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়াটা ঠিক নয়।
চোপড়া নিম্নমানের আম্পায়ারিং সঙ্গে খারাপ নজির গড়ায় ধোনিরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আইপিএলে আম্পায়ারিং একেবারেই ভালো হচ্ছে না। নো বল দিয়েও পরে সিদ্ধান্ত বদলানো হল। এতে ক্ষুব্ধ হওয়ার কারণ রয়েছে। কিন্তু আউট হওয়ার পর বিপক্ষের অধিনায়কের পিচে ঢুকে পড়ার কোনও অধিকারই নেই।
মঞ্জেরেকর বলেছেন, শুধু জরিমানা দিয়েই রেহাই পেয়ে গেলেন ধোনি। এজন্য তাঁকে ভাগ্যবান বলতে হয়।
বাদানি বলেছেন, ধোনির এই ব্যবহারে বিস্মিত। এটা একেবারেই ক্যাপ্টেন কুলের সঙ্গে মানানসই নয়।
ভারতীয় দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা এক্ষেত্রে নিন্মমানের আম্পায়ারিংকে দুষেছেন।