নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে বিরাট রান তুলে নিয়েও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি ঋষভ পন্থের (Rishabh Pant) দল। ম্যাচ হারলেও তা ছাপিয়ে গিয়েছে একটি ঘটনা। যার কেন্দ্রে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। গতকাল জাতীয় দলে প্রত্যাবর্তনে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন হার্দিক। ১২ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষ ওভারে নন স্ট্রাইকার এন্ডে দীনেশ কার্তিককে ব্যাট করার সুযোগ না দেওয়া হার্দিকের সিদ্ধান্ত নিয়ে সোশ্য়াল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় রয়েছেন হার্দিকের নেতৃত্বাধীন আইপিএল চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরাও। প্রাক্তন ভারতীয় পেসারও যে হার্দিকের সিদ্ধান্তে খুশি হননি তা বুঝিয়ে দিয়েছেন। 


কী বলছেন আশিস নেহরা?


গতকালের খেলা দেখার পর এক সাক্ষাৎকারে নেহরা বলেন, ''হার্দিক ভাল ছন্দে ছিল। দুর্দান্ত শটও খেলেছে। কিন্তু আমার মনে হয় যে ওই সিঙ্গলসটা নেওয়া উচিত ছিল ওর। হার্দিকের মনে রাখা উচিত ছিল যে নন স্ট্রাইকার এন্ডে আমি দাঁড়িয়ে নই, কার্তিক আছে। আর কার্তিক কী করতে পারে, আমরা সবাই জানি।''


 






ঠিক কী হয়েছিল?


গতকাল ভারতের ইনিংসের একদম শেষ ওভারে বল করতে এসেছিলেন আনরিচ নোখিয়া। তখন স্ট্রাইকিং এন্ডে ছিলেন হার্দিক। নিজে বেশ ছন্দেই ছিলেন। সেই ওভারে একটি ছক্কাও হাঁকান তিনি। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি লাইনের কাছে একটি ড্রাইভ মারেন হার্দিক। উল্টোদিকে ছিলেন দীনেশ কার্তিক। গত আইপিএলে আরসিবির জার্সিতে একের পর এক ম্যাচে ফিনিশারের কাজ করে জাতীয় দলে কামব্যাক করেছেন কার্তিক। চাইলেই অনায়াসে সিঙ্গলস নিতে পারতেন। কারণ কার্তিকের মধ্যে শেষ বলে ছক্কা হাঁকানোর ক্ষমতা রয়েছেই। অথচ সেই বলে হার্দিক সিঙ্গলস নিয়ে কার্তিককে দিতে চাননি। তিনি চেয়েছিলেন যে পুরো শেষ বলটিও তিনিই খেলবেন। এই সিদ্ধান্তেই সবাই অবাক হয়ে গিয়েছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই হার্দিকের এই সিদ্ধান্তের জন্য সমালোচনা করেন। 


আরও পড়ুন: শক্তিতে না পারলেও আফগানদের সঙ্গে বুদ্ধি দিয়ে লড়তে হবে, সুনীলদের পরামর্শ স্টিমাচের