রাজকোট: চ্যাম্পিয়নের মতোই দশম আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে গুজরাত লায়ন্সের ১৮৩ রান তাড়া করতে নেমে ৩১ বল হাতে রেখে ১০ উইকেটে জয় পেয়েছে গৌতম গম্ভীরের দল। জয়ের নায়ক অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ডান হাতি ব্যাটসম্যান ক্রিস লিন। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন গুজরাতের ব্যাটসম্যানরা। এই অসাধারণ জয়ের পর গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ কেকেআর-এর মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, গম্ভীরই লিনকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত নেন। তার ফলেই জয় এসেছে।

গুজরাতের বিরুদ্ধে গতবারের আইপিএল-এ দুটি ম্যাচেই হেরে গিয়েছিল কেকেআর। সেই হারের বদলা নেওয়ার পর সূর্যকুমার বলেছেন, ‘কলকাতায় আমাদের শিবিরে ক্রিস লিন যোগ দেওয়ার পরেই অধিনায়ক বলে দিয়েছিল, ও ওপেন করবে। তাই এটা পরিকল্পিত সিদ্ধান্ত। আচমকা নেওয়া সিদ্ধান্ত নয়।’

যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। সব দলই জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে চায়। স্বভাবতই অসাধারণ জয় পেয়ে খুশি কেকেআর শিবির। সূর্যকুমার বলেছেন, রাজকোটের উইকেটে বড় রান তাড়া করে জেতা সহজ ছিল না। গম্ভীর ও লিন অসাধারণ ব্যাটিং করাতেই জয় এসেছে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিন গতকাল মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তা সত্ত্বেও স্পিনারদের পাশে দাঁড়িয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, স্পিনাররাই কেকেআর-এর প্রধান শক্তি। নারিন ও কুলদীপ যাদব দু জনেই অসাধারণ স্পিনার। তাঁদের কাউকে বসিয়ে রাখলে আত্মবিশ্বাসে ফাটল ধরবে। তাই তাঁদের খেলাতে চাইছে দল।