ডারবান: আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে টি২০ সিরিজ।  সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)নেতৃত্বে তরুণ ভারতীয় দল (Indian Cricket Team) প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজে খেলতে নামবে।  এরপরই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে। তারপর দুই ম্যাচে টেস্ট সিরিজ (Test Series)। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই ২০২৩- ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হতে চলেছে ভারতীয় দলের। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটাই মনে করেন জ্যাক ক্যালিস (Jacques Kallis)।  কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার মনে করেন,  লাল বলের ফরম্যাটে  দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাটিতে হারাতে ভারতকে যথেষ্ট বেগ পেতে হবে।


এক সাক্ষাৎকারে কালিস বলেছেন, " ভারতীয় দল নিঃসন্দেহে দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকা হারানো  ভীষণ কঠিন। রোহিত শর্মার দলকে যথেষ্ট বেগ পেতে হবে প্রটিয়াদের তাদের দেশের মাটিতে হারাতে গেলে।  আমার যতদূর মনে হয় সেঞ্চুরিয়নের পিচ ও পরিবেশ  প্রোটিয়া ক্রিকেটারদের জন্য কিছুটা সাহায্য করবে।  অন্যদিকে নিউল্যান্ডসের পিচ ভারতীয়দের সাহায্য করতে পারে।" আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৪৫ সেঞ্চুরির মালিক আরও বলেন, "আমি নিশ্চিত একটা দুর্দান্ত সিরিজ দেখতে চলেছি আমরা।  ম্যাচের প্রথম দুটো সেশনই হয়ত, কোন দলের পাল্লা ভারী তা নির্ধারিত হয়ে যাবে।"


উল্লেখ্য, গত ৩১ বছরে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি।  শেষবার যখন ভারত দক্ষিন আফ্রিকার সফরে গিয়েছিল, সেবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল প্রোটিয়া বাহিনী।  অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত।  শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতেই এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জয় অধরা রয়ে গেছে। রোহিত শর্মার নেতৃত্বে কি সেই অধুরা মাধুরী এবার পূর্ণ হবে?


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এরপর এশিয়া কাপ জিতলেও, বিশ্বকাপের মঞ্চে ফাইনালে ফের স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। এই পরিস্থিতিতে আইসিসি ইভেন্টে জয়ের জন্য মরিয়া ভারতীয় দল। এবার প্রোটিয়া সফরে সব ফর্ম্যাটের সিরিজই ভারত খেলবে। তবে মূল আকর্ষণ কিন্তু টেস্ট সিরিজই। যার জন্য ভারতীয় দলের ২ আইকন রোহিত ও বিরাট সাদা বলের ফর্ম্যাটে না খেললেও টেস্টে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।