নয়াদিল্লি: ভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ) ইসলামাবাদ থেকে ডেভিস কাপ টাই সরিয়ে কোনও নিরপেক্ষ কেন্দ্রে দেওয়া বা আপাতত খেলা স্থগিত রাখার আর্জি জানালেও, তাতে সাড়া দিল না আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। এআইটিএ-কে জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের ১৪-১৫ তারিখের টাইয়ের দিন বা কেন্দ্র বদল করা হচ্ছে না। ভারতীয় দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে এআইটিএ-র সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছে আইটিএফ।


ভারত-পাকিস্তানের বর্তমান কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে ইসলামাবাদ থেকে টাই সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আজই আইটিএফ-কে ই-মেল করে এআইটিএ। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যাওয়ার পর এআইটিএ সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে এখন কী উত্তেজনা চলছে, সেটা বুঝতে পারছে না আইটিএফ। নিরাপত্তার বিষয়ে পরিকল্পনার কথা আমাদের জানানো হয়েছে। তার ভিত্তিতে স্থির করা হয়েছে, টাইয়ের দিন বা কেন্দ্র বদল করা হবে না। আমরা আইটিএফ বোর্ডের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের জানানো হয়েছে, ডেভিস কাপের বিষয়টি বোর্ড দেখে না। এটি ডেভিস কাপ কমিটির বিষয়। সোমবার আইটিএফ-এর নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা এবং এগজিকিউটিভরা আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করব। তাতে কাজ না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে।’

সূত্রের খবর, ভারতীয় দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি খেলোয়াড়দের হয়ে আইটিএফ-এর সঙ্গে কথা বলতে চেয়েছেন। তিনি ইতিমধ্যেই এআইটিএ-র মাধ্যমে আইটিএফ-এর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গিয়েছে।