নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় ক্ষুব্ধ যুজবেন্দ্র চাহল পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ডাক দিলেন। সন্ত্রাসবাদ দমন করার জন্য প্রয়োজনে যুদ্ধের পথে হাঁটার পক্ষেও মতপ্রকাশ করেছেন তিনি। তবে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি এই লেগস্পিনার।


একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাহল বলেছেন, ‘সন্ত্রাসবাদ চিরতরে খতম করা উচিত। আমরা আর সহ্য করতে পারি না। তিন মাস অন্তর সন্ত্রাসবাদী হামলায় জওয়ানদের প্রাণ হারানোর খবর পাওয়া যায়। যদি যুদ্ধ করারও দরকার হয়, তাহলে মুখোমুখি দাঁড়িয়ে সন্ত্রাসবাদ দমন করতে হবে।’

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে চাহল বলেছেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই ও সরকার। একজন বা দু’জন ক্রিকেটার এটা ঠিক করতে পারে না। সন্ত্রাসবাদে মদতদাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’

প্রাক্তন ক্রিকেটার তথা উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহানের আবার দাবি, পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য আইসিসি-র উপর চাপ সৃষ্টি করা উচিত বিসিসিআই-এর। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের পাকিস্তানের বিরুদ্ধে শুধু একটি ম্যাচ না খেলার সুযোগ নেই। কারণ, ওদের সঙ্গে আমাদের সেমি-ফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে। সেক্ষেত্রে হয় আমাদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো উচিত, না হলে সব ম্যাচ খেলতে হবে। আইসিসি-র গ্লোবাল স্পনসরশিপের ৬০ থেকে ৭০ শতাংশ বাজার ভারতের। তাই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য আইসিসি-র উপর চাপ সৃষ্টি করতে পারে বিসিসিআই। পাকিস্তান না খেললেও বিশ্বকাপের টিকিট বিক্রি হবে, কিন্তু ভারতীয় দল না খেললে হবে না। পুলওয়ামার ঘটনার পর মানুষের আবেগকে অস্বীকার করা যাবে না।’