পদত্যাগের সিদ্ধান্ত কুম্বলের নিজের, দাবি সৌরভের
Web Desk, ABP Ananda | 23 Jun 2017 12:10 AM (IST)
কলকাতা: ভারতীয় দলের কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তাঁর নিজের। এমনই দাবি করলেন বিসিসআই-এর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কুম্বলে শেষ মুহূর্তে পদত্যাগ করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’ সৌরভ, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণই তাঁদের সতীর্থ কুম্বলেকে ভারতীয় দলের কোচ নির্বাচিত করেছিলেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিরোধের জেরে কুম্বলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই পদত্যাগ করেছেন। তিনি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। ফলে কোচ ছাড়াই ক্যারিবিয়ান সফরে গিয়েছে ভারতীয় দল। এ বিষয়ে সৌরভ বলেছেন, কুম্বলে যে সময় পদত্যাগ করেছেন, তখন অন্য কাউকে কোচ বেছে নেওয়া সম্ভব ছিল না।