রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দাগ কাটতে না পারা রবিচন্দ্রন অশ্বিনের পাশে দাঁড়ালেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। তাঁর দাবি, উইকেট নেওয়ার দায়িত্ব অশ্বিনের একার নয়। পাঁচ জন বোলারের সমান দায়িত্ব আছে। অনেক ক্যাচ পড়ার ফলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলা যায়নি। তবে এটা খেলার অঙ্গ।

টেস্টে এক নম্বর বোলার অশ্বিন রাজকোটে প্রথম ইনিংসে দু উইকেট পেয়েছেন। তবে তাঁর কাছ থেকে যে পারফরম্যান্স আশা করা হয়েছিল, সেটা দেখাতে পারেননি এই অফস্পিনার। পিচ থেকে বিন্দুমাত্র সাহায্য না পাওয়ায় প্রথম দিন ৪৬ ওভার বল করে ১৬৭ রান দিয়ে দুটি উইকেট পান অশ্বিন। এই সিরিজে তাঁর উপরেই সবচেয়ে বেশি ভরসা করছে ভারতীয় দল। কিন্তু অন্তত প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলকে ভরসা দিতে পারেননি অশ্বিন। তবু জাডেজা বুঝিয়ে দিয়েছেন, দল অশ্বিনের পাশেই আছে।

রাজকোটে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন জাডেজা। তবে দ্বিতীয় দিন তিনি মাত্র ৯ ওভার বল করার সুযোগ পেয়েছেন। এর জন্য অবশ্য তাঁর কোনও ক্ষোভ নেই। অধিনায়ক বিরাট কোহলির সিদ্ধান্ত মেনে নিচ্ছেন জাডেজা। তিনি বেন স্টোকসের ইনিংসের প্রশংসা করলেও, উমেশ যাদবের বলে দু বার তাঁর ক্যাচ পড়ার কথাও উল্লেখ করেছেন। জাডেজার মতে, টস হেরেই পিছিয়ে পড়েছে ভারত। এই পিচ থেকে স্পিনাররা খুব বেশি সাহায্য পাবেন না।

আরও পড়ুন, মঈন, স্টোকসের শতরানে রানের পাহাড়ে ইংল্যান্ড, জবাব দিচ্ছে ভারতও