নয়াদিল্লি: ঠান্ডা উধাও। ইংল্যান্ডে চলছে তাপপ্রবাহ। আর সেটাই আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনারদের কাছে শাপে বর হতে পারে। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান।


আগামী ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ইংল্যান্ডের এই পরিবর্তিত আবহাওয়ার ফলে, টিম কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই প্রেক্ষিতে জাহির জানান, ইংল্যান্ডের বর্তমান পরিবেশকে দারুনভাবে কাজে লাগাতে পারেন টিম ইন্ডিয়ার তরুণ বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব।


তিনি বলেন, এই পরিবেশ ফাস্ট বোলারদের পক্ষে কষ্টদায়ক হতে পারে। তাই, ভারতের উচিত দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলানো। জাহিরের মতে, কুলদীপের ওপর অনেক আশা রয়েছে। ওর কাঁধের ওপর ভারতীয় দলের সাফল্য নির্ভর করছে। আর তাতে কোনও দোষ নেই।


প্রত্যাশার চাপ কুলদীপের খেলায় প্রভাব ফেলতে পারে বলে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা খারিজ করে দিয়েছেন জাহির। বলেন, সীমিত ওভারের খেলায় দারুন ছন্দে দেখা গিয়েছে কুলদীপকে। তাই ওর ওপর প্রত্যাশাও বেড়েছে। কারণ, আন্তর্জাতিক স্তরে অল্পদিনেই দারুন সাফল্য পেয়েছে কুলদীপ। ফলত, সেই চাপটা নিতেই হবে ওকে।


ইংল্যান্ডে শেষবার ২০০৭ সালে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। সেবার জয়ের প্রধান কারিগর ছিলেন জাহির। তিনি বলেন, এবার পরিবেশ, পরিস্থিতি ও আবহাওয়া ভিন্ন। তাই, এবার ইংলিশ সামার-এ ভারতের তুরুপের তাস হতে পারে স্পিনাররাই। তিনি যোগ করেন, পাঁচ-ম্যাচের সিরিজে দীর্ঘ ধারাবাহিকতা দেখাতে হবে। সেটা সহজ নয়। তবে, বর্তমান ভারতীয় দলে একাধিক ভাল ক্রিকেটার রয়েছে। তাঁর আশা, আসন্ন টেস্ট সিরিজে ভারতই কর্তৃত্ব করবে।