৫-০ জিতব কি না এখনই বলা যাবে না: বেয়ারস্টো
Web Desk, ABP Ananda | 15 Aug 2018 06:53 PM (IST)
লন্ডন: এজবাস্টন ও লর্ডস টেস্টে জিতে চলতি সিরিজে ২-০ এগিয়ে গেলেও, বাকি তিনটি ম্যাচকে হাল্কাভাবে নিতে নারাজ ইংল্যান্ড শিবির। তাঁরা এখনই ৫-০ জেতার কথা ভাবছেন না বলে জানিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টো। তিনি বলেছেন, ‘ঘরের মাঠে কীভাবে খেলতে হয় সেটা আমরা জানি। আমরা পরিবেশকে কাজে লাগিয়েছি। তবে ভারতকে সহজেই হারানো যাবে, এটা বলা যাচ্ছে না। ভারতীয় দল বিশ্বের এক নম্বর। এই সিরিজে এখনও অনেক খেলা বাকি। এখনই ৫-০ জয়ের কথা বলা যাবে না। আবহাওয়া ফের উষ্ণ হয়ে যেতে পারে। সাউদাম্পটন ও ওভালের পিচ শুকনো হয়ে যেতে পারে। আমরা কোনওভাবেই আত্মতুষ্ট হচ্ছি না।’ শনিবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সাউদাম্পটনে চতুর্থ টেস্ট শুরু হবে এ মাসের ৩০ তারিখ থেকে। পঞ্চম টেস্ট ওভালে শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেছেন, তাঁরা ৫-০ জেতার স্বপ্ন দেখছেন। এ বিষয়ে বেয়ারস্টো বলেছেন, ‘পাঁচটি টেস্টেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জেতা অবশ্যই স্বপ্ন। তবে আত্মতুষ্ট বা উদ্ধত হওয়া চলবে না এবং অনেক দূরের কথা ভেবে ফেললে হবে না।’