রাঁচি: সিরিজে টানা দুটো দ্বিশতরান হাঁকিয়েছেন এখনও পর্যন্ত। তিনিই সর্বাধিক রান সংগ্রাহকও চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে। এবার আরও একটা মাইলস্টোন স্পর্শ করে ফেললেন যশস্বী জয়সওয়াল। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে কোনও একটি টেস্ট সিরিজে ৬০০ বা তার বেশি রান করার নজির গড়লেন তরুণ ভারতীয় ওপেনার। ভারতীয় ব্যাটারদের মধ্যে এর আগে একটি টেস্ট সিরিজে ছশো বা তার বেশি রান করেছিলেন সুনীল গাওস্কর, দিলীপ সরদেশাই, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি।
রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। শোয়েব বসিরের বলে বোল্ড হয়ে যান তিনি। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান যশস্বী। তিনি যখন ৫৫ রান পূরণ করেছিলেন, তখনই ৬০০ রানের মাইলস্টোন পেরিয়ে যান। গাওস্কর, দ্রাবিড় ও বিরাট নিজেদের টেস্ট কেরিয়ারে দুবার ছশো রানের গণ্ডি পেরিয়েছেন। অন্যদিকে দিলীপ সরদেশাই ১৯৭০-৭১ ওয়েস্ট ইন্ডিজ সফরে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। সেই একই সিরিজে সুনীল গাওস্কর ৭৭৪ রান করেছিলেন। ভারতীয়দের মধ্যে কোনও ব্যাটারের একটি টেস্ট সিরিজে এটিই সর্বাধিক রান। সেই সিরিজে চারটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন লিটন মাস্টার। এরপর ১৯৭৮-৭৯ মরশুমে ৬ টেস্টে ৭৩২ রান করেছিলেন গাওস্কর। সেই সিরিজেও চারটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান ছিল কিংবদন্তি ওপেনারের।
রাহুল দ্রাবিড় ২০০২ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে ৬০২ রানের ইনিংস খেলেছিলেন। সেই সিরিজে দুটো শতরান ও একটি দ্বিশতরান হাঁকিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ। এছাড়াও পরের মরশুমে ২০০৩-০৪ এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬১৯ রান করেছিলেন দ্রাবিড়।
বিরাট প্রথমবার ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্য়াচের সিরিজে ৬৯২ রান করেছিলেন। অ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১৫০০-র বেশি রান রয়েছে কিং কোহলির। সেই সিরিজে ভারত হারলেও বিরাট চারটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ২০১৬ তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিে ৬৫৫ রান করেছিলেন। দুটো সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান ছিল ঝুলিতে। ২৩৫ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৬১০ রান।
তবে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি রান একটি সিরিজে করার রেকর্ড ডন ব্র্যাডম্য়ানের দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধ পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ৯৭৪ রান করেছিলেন ১৯৩০ সালে। চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।