ঢাকা: সামনে থরে থরে সাজানো ২৯টি খাবারের প্লেট। তাতে পরিবেশন করা হয়েছে প্রায় পঞ্চাশ পদ! একপাশে রাখা কাচের জলের গ্লাস। জ্বলছে মাটির প্রদীপ। জিন্সের ওপর পাঞ্জাবি পরে বসে রয়েছেন তিনি।


তিনি, লিটন দাস (Litton Das)। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জামাইষষ্ঠীর এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইক আর কমেন্টের বন্যা। অনেকে মজা করে লিখেছেন, দাদা, এত খাবার একা খেলেন কীভাবে? কেউ কেউ বলেছেন, দাদা এতো গোটা পাড়ার খাবার!


আইপিএলে অনেক ঢাকঢোল পিটিয়ে নিলাম থেকে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলায় শুরুর দিকে ছিলেন না। পরে কেকেআর শিবিরে যোগ দেন। একটিমাত্র ম্য়াচ খেলেছিলেন লিটন দাস। চূড়ান্ত ব্যর্থ হন। ব্যাটে রান পাননি। উইকেটকিপিংয়ের হতাশ করেন। সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। সেই ম্যাচে হেরেও গিয়েছিল কেকেআর


তারপরই সমালোচনায় বিদ্ধ হন লিটন। তিনি ব্যক্তিগত সমস্যাকে কারণ হিসাবে দেখিয়ে দেশেও ফিরে যান। তারপর কম বিতর্ক হয়নি। ৯ এপ্রিল কলকাতায় আসেন। একটি মাত্র ম্যাচ খেলেন নাইটদের হয়ে। তার পরেই বসিয়ে দেওয়া হয় তাঁকে। ২৮ এপ্রিল দেশে ফিরে গিয়েছিলেন লিটন। তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। বাংলাদেশের হয়ে এক দিনের সিরিজ় খেলতে ইংল্যান্ডে যান লিটন। সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেন তিনি। ২-০ ব্যবধানে সিরিজ় জিতে দেশে ফিরেছেন।


আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আপাতত কিছু দিনের বিশ্রাম। এর মাঝেই জামাইষষ্ঠী উৎসব পালন করলেন বাংলাদেশের ওপেনার। আইপিএলকলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলে গিয়েছেন লিটন।


 






কী কী ছিল লিটনের জামাইষষ্ঠীর মেন্যুর তালিকায়? বিভিন্ন ধরনের মাছ, মাংস, কাঁকড়া সহযোগে লিটনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। ছিল গয়নাবড়ি, ফল, মিষ্টিও। পায়েস, পুডিং, দইও খেতে দেওয়া হয়েছিল লিটনকে।                                                        



আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের