সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার বিজেপি মহিলা মোর্চার নেত্রীর মেয়ে। একাধিক রাজনৈতিক নেতাকে একাধিকবার ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রীর মেয়ে (BJP Leader's Daughter)।
কী অভিযোগ ?
হাড়োয়া থানার রাখালপল্লী গ্রামের ঘটনা। হাড়োয়া বিজেপি মহিলা মোর্চা মন্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়। তাঁর মেয়ে বছর ২৬ এর যুবতী প্রিয়াঙ্কা রায়। বেশ কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের 'হানিট্রাপ' জড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, সে প্রথমে মোবাইল ফোনে কথাবার্তা তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছবি আদান প্রদান করে। তারপর একাধিকবার সাক্ষাৎ কথাবার্তা হয়।
কী হয়েছিল ২০১৯ সালে ? কেন গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা ?
২০১৯ সালে খোদ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার হাড়োয়ার বিধানসভার বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা। পাশাপাশি শাসকবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে তার একাধিক সম্পর্ক ছিল। সেই সুযোগে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিল বলে অভিযোগ। যার ফলে বিভিন্ন রাজনৈতিক নেতারাও গ্রেফতার হয়েছিলেন। আসলে এর পিছনে ছিল 'রহস্যময়ী' চক্রান্ত। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার এক ফন্দি। এরপরেই বিভিন্ন সময়ে অভিযোগ আসছিল প্রিয়াংকার বিরুদ্ধে। তদন্ত নেমে স্বরূপনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্কা রায়কে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। তাঁকে আজ সকালে বসিরহাটে মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশি হেফাজতে আবেদন জানানো হয়েছে।
'শাসকবিরোধী সব দলকে ক্ষতিগ্রস্ত করছে'
ইতিমধ্যে প্রিয়াঙ্কা জেরায় স্বীকার করেছে সে, বেশ কয়েক বছর ধরে এই ব্ল্যাকমেলিংয়ের ছক কোষে লক্ষ লক্ষ টাকা তুলেছে। এর পিছনে অন্য কোনও বড়সড়ো প্রতারকের ছক আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে, বসিরহাট মহকুমা সাইবার ক্রাইমের আধিকারিকরা। বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন,' একদিকে দলনেত্রীর মেয়ে হয়ে কী করে দলকে কালিমালিপ্ত করছে, শাসকবিরোধী সব দলকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁদের আত্মসম্মান নিয়ে খেলা করছে। দল দৃষ্টান্তমূলক শাস্তি দিক।'
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
'আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে'
হাড়োয়া মন্ডলের বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নমিতা রায় বলেন, 'আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমার মেয়ে কোনও টাকা পয়সা নেয়নি। সম্পূর্ণ মিথ্যা এই ধরনের কোনও অভিযোগ নেই। বসিরহাট জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত বলেন,' বিজেপির শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। যেসব খারাপ মানুষ তৃণমূল জায়গা দেয়নি তারাই বিজেপি দল করেন তাদেরই দলের নেতা নেত্রীরা এর সঙ্গে যুক্ত প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে তদন্তে আসন সত্য বেরিয়ে আসবে। ধৃত বিজেপি নেত্রী মেয়েকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে স্বরূপ নগর থানার পুলিশ।