Cricket World Record: প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট, বিরল নজির জেমস অ্যান্ডারসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2020 09:45 PM (IST)
টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় এখন চতুর্থ স্থানে অ্যান্ডারসন।
ছবি সৌজন্যে ট্যুইটার
সাদাম্পটন: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের পঞ্চম দিন বিরল নজির গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে তিনি ৬০০ উইকেট নিলেন। আজ আজহার আলিকে আউট করে তিনি এই রেকর্ড গড়েন। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় এখন চতুর্থ স্থানে অ্যান্ডারসন। তাঁর আগে অনিল কুম্বলে, শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীধরন। এই টেস্ট খেলতে নামার আগে ৫৯৩ উইকেট ছিল অ্যান্ডারসনের। প্রথম ইনিংসে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে প্রথমে আবিদ আলিকে এলবিডব্লু করে দেন তিনি। ৬০০ নম্বর উইকেটের ক্ষেত্রে প্রথম স্লিপে ক্যাচ নিয়ে তাঁকে সাহায্য করেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ১৫৬-তম টেস্ট ম্যাচে ৬০০ উইকেট পেলেন অ্যান্ডারসন। ভারতের প্রাক্তন অধিনায়ক ও লেগ-স্পিনার কুম্বলে ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নেন। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার ওয়ার্ন। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে সবার আগে শ্রীলঙ্কার প্রাক্তন অফ-স্পিনার মুরলীধরন। ২০০৩-এর ২২ মে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় অ্যান্ডারসনের। ১৭ বছরেরও বেশি সময় ধরে খেলে চলেছেন তিনি। ইংল্যান্ডকে বহু সাফল্য এনে দিয়েছেন এই পেসার। বর্তমানে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেসার তিনি। দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নজিরও গড়েছেন তিনি।