লন্ডন: ভারতের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্টের জন্য ১৫ সদস্যের দল বেছে নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতই দলে জায়গা করে নিলেন অভিজ্ঞ পেসার জেমস অ্য়ান্ডারসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের স্কোয়াডে ছিলেন না তিনি। বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টের জন্য তাঁকে ফের ফিরিয়ে আনা হল জাতীয় দলে। তরুণ উইকেট কিপার ব্যাটার স্যাম বিলিংসকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। 


১৫ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড


নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে উইকেটের পেছনে দেখা গিয়েছিল বেন ফােকসকে। কিন্তু তৃতীয় টেস্টে করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তেই স্কোয়াডে ঢুকে পড়েছিলেন স্যাম বিলিংস। এবার ভারতের বিরুদ্ধেও উইকেটের পেছনে দেখা যাবে বিলিংসকেই। 


অন্যদিকে অ্যান্ডারন নিজের টেস্ট কেরিয়ারে ৬৫০ উইকেটের থেকে আর মাত্র একটি উইকেট দূরে রয়েছেন। লিডসে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেললে হয়ত ৬৫০ উইকেটের মালিক হয়ে যেতেন অ্যান্ডারসন। এবার বার্মিংহ্যামেই সেই মাইলফলক স্পর্শ করতে চলেছেন তিনি। 


 






ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস, জেমস অ্য়ান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্টুয়ার্ট ব্রড, হ্য়ারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিচ, ক্রেইগ ওভার্টন, জেমি ওভার্টন, ম্যাথু পটস, ওলি পপ, জো রুট


এদিকে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। বেয়ারস্টো ৪৪ বলে তাঁর অপরাজিত ৭১ রানের ইনিংস খেললেন ঝড়ের গতিতে। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। রুট ৮৬ রানে অপরাজিত থাকেন। 


আরও পড়ুন: এক সেটে হেরেও উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জকোভিচ