কলকাতা: নাথিং ফোন (১)- (Nothing Phone 1) কোনও স্মার্টফোন লঞ্চের আগে বোধহয় এতটা উন্মাদনা দেখা যায়নি। এই প্রথম ট্রান্সপারেন্ট স্মার্টফোন (Transparent Smartphone)চাক্ষুষ করতে চলেছেন ভারতবাসী। আগামী ১২ জুলাই অফিশিয়ালি নাথিং ফোন (১) ভারতে লঞ্চ হতে চলেছে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। এতদিন যত স্মার্টফোন দেশে লঞ্চ হয়েছে তার থেকে একদম আলাদা হতে চলেছে নাথিং (Nothing) সংস্থার এই ফোন। কারণ এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হল ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। এখানে আবার আলো জ্বলে ওঠার ফিচারও থাকতে চলেছে। ইতিমধ্যেই নাথিং কোম্পানি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোনের পিছনের অংশের ছবি প্রকাশ করেছে। আর সেখানেই এই সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছে।


তবে আপনি চাইলেই কিন্তু এই ফোন কিনতে পারবেন না। আপনার কাছে একটি নির্দিষ্ট ইনভাইট এলে তবেই আপনি কিনতে পারবেন নাথিং ফোন ১। অর্থাৎ ১২ জুলাই লঞ্চের আগে নাথিং ফোন ১- এর জন্য আপনাকে প্রি-বুকিং করতে হবে। আর এই প্রি-বুকিং করার ক্ষেত্রে নির্দিষ্ট ইনভাইট পেলে তবেই আপনি পরবর্তী পর্যায়ের কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ফোন কেনার জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে বলে অনুমান করা হচ্ছে।


কীভাবে নাথিং ফোন ১ বুক করবেন দেখে নিন


প্রথমে আপনাকে নাথিং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রি-বুকিং সেকশনে গেলে তবেই আপনি ফোন বুকিংয়ের অন্যান্য অপশন পাবেন। এই নির্দিষ্ট সেকশনে গিয়ে আপনি ‘Learn More’ অপশনে ট্যাপ করলে ‘Join the waitlist’ অপশন পাবেন। এর পরবর্তী পর্যায়ে নাথিং সংস্থা আপনাকে আপনার গুগল বা অ্যাপেল আইডি জিজ্ঞেস করবে। নাথিং অ্যাকাউন্টে লগ-ইন করার জন্য এই আইডি প্রয়োজন। এখানে একটি শর্ত প্রযোজ্য রয়েছে। আপনাকে ফ্লিপকার্টের রেজিস্টার করা ইমেল আইডি দিয়ে লগ-ইন করতে হবে। নাথিং সংস্থা আপনাকে সেই ইমেল আইডি ব্যবহার করার নির্দেশ দেবে যেটি ফ্লিপকার্টেও রেজিস্টার করা রয়েছে। এই নিয়মগুলির অন্যথা করলে আপনি নাথিং সংস্থার তরফে কোনও ইনভাইট পাবেন না। অর্থাৎ আপনার নাথিং ফোন ১ কেনা হবে না। নাথিং সংস্থা আপনার ইমেল আইডিতেই ওই নির্দিষ্ট ইনভাইট পাঠাবে।


আরও পড়ুন- গেমারদের জন্য দারুণ ফোন, ৫ জুলাই হবে লঞ্চ ইভেন্ট