লন্ডন: প্রত্যাশামতই উইম্বলডনের (Wimbledon) দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার (South Korea) কন সুন উ-য়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু প্রথম রাউন্ডের লড়াইটা খুব একটা সহজ হল না জোকারের। ঘাসের কোর্টে এবারের উইম্বলডনের প্রথম ম্যাচেই একটি সেট হারতে হল জকোভিচকে। তবে তিন সেট জিতে ম্যাচ ঝুলিতে পুরে নিলেন তিনি।
দ্বিতীয় সেটে হার, তবুও ম্যাচ জয়
উইম্বলডনের খেতাব জয়ের অন্য়তম দাবিদার। টুর্নামেন্টের ইতিহাসে ছয়বার জিতেছেন। প্রথম ম্যাচেই কোনও সেট হারছেন, এমনটা জকোভিচের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। কিন্তু এদিন ম্যাচের প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেটেই ৩-৬ ব্যবধানে হেরে যান জোকার। তবে পরের দুটো সেট ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন জোকার।
এবারের টুর্নামেন্ট জিতলে টানা চারবার অল ইংল্য়ান্ড টেনিস কোর্টে খেতাব জিতবেন জোকার। গত বছর বেরেত্তিনিকে হারিয়ে খেতাব জিতেছিলেন। এবার জকোভিচের মূল প্রতিপক্ষ থাকবেন রাফায়েল নাদালও। পরপর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে যিনি এই মুহূর্তে পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক।
আরও পড়ুন: অবাক ক্রিকেট বিশ্ব! শোয়েবকে টেক্কা দিয়ে দ্রুততম বলটি করে ফেললেন ভুবি?