লন্ডন: শারীরিক অসুস্থতার জন্য মাত্র ২৬ বছর বয়য়ে সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস টেলর। কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে নিজের ক্লাব নটিংহ্যামশায়ার থেকে নাম প্রত্যাহার করে নেন টেলর। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল জানতে পারা যায় যে, জটিল হৃদরোগের শিকার টেলর। তাঁর স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়তে শুরু করেছে। আর এই কারণেই তিনি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

টেলর টুইটারে জানিয়েছেন, জীবনের খুব খারাপ সময় চলছে। অনেক ওঠা-পড়া দেখেছি। যদিও আমি ঠিকই রয়েছি।





 

ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট ও ২৭ টি ওয়ানডে খেলেছেন টেলর। তাঁর এখন অস্ত্রোপচারের প্রয়োজন।

টেলরের এই অকাল অবসরে দুঃখিত ইংল্যান্ডের ক্রিকেট মহল। ইংল্যান্ড দলের ডাইরেক্টর তথা প্রাক্তন অধিনায়ক বলেছেন, এই খবরে তিনি খুবই মর্মামত। সবচেয়ে বেশি উদ্বিগ্ন টেলরের স্বাস্থ্য নিয়ে।

সাতটি টেস্টে টেলর ২৬ গড়ে ৩১২ রান করেছেন। সর্বোচ্চ ৭৬ রান।

২৭ টি ওয়ানডে ম্যাচে ৪২.২৩ গড়ে ৮৮৭ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ১০১ রান।