ট্যুইটারে অর্জুনের নামে যে অ্যাকাউন্ট খোলা হয়, সেটি ২০১৮ সালের জুন থেকে সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। সেই অ্যাকাউন্টে অর্জুনের ছবি ছিল। ওই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে তিন হাজারেরও বেশি। সচিনের অনুরোধ, অর্জুনের নামে ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করে দিল ট্যুইটার ইন্ডিয়া
Web Desk, ABP Ananda | 27 Nov 2019 11:30 PM (IST)
ট্যুইটারে অর্জুনের নামে যে অ্যাকাউন্ট খোলা হয়, সেটি ২০১৮ সালের জুন থেকে সক্রিয় ছিল বলে জানা গিয়েছে।
মুম্বই: সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের নামে ট্যুইটারে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর ট্যুইট করা হচ্ছে। এমনই দাবি সচিনের। তিনি ট্যুইটার ইন্ডিয়াকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপরেই সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিল ট্যুইটার।