লখনউ: উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির কর্মীদের গুন্ডামির হাত থেকে রেহাই পেল না জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে আসা জাপান দল। রাস্তায় টিম বাস থামিয়ে রাইফেল উঁচিয়ে হুমকি দিল সপা-র যুব দলের কর্মীরা। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিরাপদে হোটেলে পৌঁছয় জাপানের টিম বাস। তবে এই ঘটনায় জাপানের জুনিয়র খেলোয়াড়রা রীতিমতো আতঙ্কিত। তাঁরা দূতাবাসকে এই ঘটনার কথা জানিয়েছেন। ফলে অখিলেশ যাদবের দলের গুন্ডামিতে বিশ্বের দরবারে মুখ পুড়ল ভারতের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার লখনউয়ের মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ম্যাচের পর হোটেলে ফিরছিলেন জাপানের খেলোয়াড়রা। খুররম নগর অঞ্চলে সপা-র যুব দলের কর্মীদের গাড়ির পাশ দিয়ে চলে যায় জাপানের টিম বাস। এতেই খেপে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বাসটির সামনে গাড়ি দাঁড় করিয়ে দেয় অখিলেশের দলের গুন্ডারা। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে। ২০ মিনিট পরে পুলিশ এসে জাপানের খেলোয়াড়দের উদ্ধার করে।
আন্তর্জাতিক হকি ফেডারেশন এই ঘটনাকে হাল্কা করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু এই ঘটনা উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলার বেহাল দশা ফের প্রমাণ করে দিয়েছে।
বন্দুক উঁচিয়ে হুমকি সপা কর্মীদের, আতঙ্কিত জাপানের হকি দল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2016 08:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -