টোকিও: করোনা ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশের নানা ক্রীড়া প্রতিযোগিতা আগেই স্থগিত বা বাতিল হয়ে গিয়েছে। এবার পিছিয়ে গেল টোকিও অলিম্পিক গেমসও। আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে টেলিফোনে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২০২১ সালের গ্রীষ্মে অলিম্পিক গেমস হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

এ বছরের ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত টোকিওতে অলিম্পিক গেমস চলার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গেমস স্থগিত করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপান সরকারের উপর চাপ বাড়ছিল। এরই মধ্যে অবশ্য গত মঙ্গলবার জাপানের অলিম্পিক মন্ত্রী সিকো হাশিমোতো দাবি করেন, নির্দিষ্ট সময়েই অলিম্পিকস অনুষ্ঠিত হবে এবং দর্শকরাও মাঠে হাজির থাকবেন। ‘অলিম্পিক টর্চ রান’ সূচি মেনে চলতে থাকে। তবে অস্ট্রেলিয়া ও কানাডা জানিয়ে দেয়, এ বছর টোকিওতে কোনও অ্যাথলিটকে পাঠানো হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও পোল্যান্ড ২০২১ পর্যন্ত অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়ার দাবি জানায়। বিভিন্ন দেশে স্টেডিয়াম ও অ্যাকাডেমিগুলি বন্ধ হয়ে যাওয়ায় অ্যাথলিটদের প্রস্তুতিও বিঘ্নিত হয়। এই পরিস্থিতিতে আজ অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল। এর আগে বিশ্বযুদ্ধের জন্য একাধিকবার বাতিল হলেও, কোনওদিন অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়া হয়নি। এবারই প্রথম এই ঘটনা দেখা গেল।