দুবাই: ইংরেজ ব্যাটিংকে দুরমুশ করেছেন। তাঁর বোলিং দাপটে ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। তার ২৪ ঘণ্টার মধ্যেই বড় পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বুমরা শুধু ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তাই নয়, বরং আরও বড়সড় স্বীকৃতি পেলেন। আইসিসির বোলারদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বুমরা।


ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে কেরিয়ারের সেরা বোলিং করে ফের একবার কেরিয়ারের সেরা বিশ্বব়্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন বুমরা। আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ব়্যাঙ্কিং তালিকায় এক নম্বরে উঠে এলেন বুমরা। তিনি সিংহাসন পুনরুদ্ধার করেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে। একই সঙ্গে ভারতীয় তারকা পিছনে ফেলে দেন পাকিস্তানের শাহিন আফ্রিদিকেও।



বুমরা এক লাফে পাঁচ ধাপ উঠে এসে শীর্ষে পৌঁছে গেলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বোল্টের কাছে এক নম্বর ব়্যাঙ্কিং খুইয়েছিলেন তিনি। প্রায় আড়াই বছর পরে ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন ভারতীয় পেসার।



তবে ওয়ান ডে বোলারদের ব়্যাঙ্কিংয়ে দুধাপ করে জায়গা খুইয়েছেন যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমার। চাহাল রয়েছেন ২০ নম্বরে। ২৪ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। মহম্মদ শামি চার ধাপ উঠে ২৩ নম্বরে রয়েছেন। চোটের জন্য কুলদীপ যাদব জাতীয় দলের বাইরে থাকলেও তিনি তালিকায় ৩৩ নম্বরে রয়েছেন।


আরও পড়ুন: এক সোনাতে থামতে নারাজ, দ্বিতীয় স্বর্ণপদকের খোঁজে বৃহস্পতিবার লড়াই মেহুলির