কলকাতা: তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। আর ফিরেই সোনার স্পর্শ পেয়েছেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। দক্ষিণ কোরিয়ার (South Korea) চাংওয়ানে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে। তবে এখানেই থেমে থাকতে নারাজ হুগলির বৈদ্যবাটির শ্যুটার। মেহুলির লক্ষ্য আরও বড়। দেশের হয়ে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ (ISSF Shooting World Cup) থেকে দ্বিতীয় সোনা জিতে ফিরতে বদ্ধপরিকর বাংলার কৃতী কন্যা।


বুধবার এবিপি লাইভকে মেহুলির মা মিতালি বললেন, '১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগের ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ও। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরবেলা ফাইনাল হবে। জোড়া সোনা জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না মেহুলি।'


বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে মেহুলি এবং তুষার ১৭-১৩ পয়েন্টে হারিয়েছেন হাঙ্গেরির জুটি এস্তার মেসজারোস এবং ইস্তভান পেনকে। এছাড়া ভারতের ঘরে ঢুকেছে আরও একটি পদক। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে পালক এবং শিবা নারওয়াল জুটি।


মেহুলিদের হাত ধরে ফের একটি সোনা জেতার সুযোগ রয়েছে ভারতীয় শ্যুটিং দলের। মিতালি বলছেন, 'বিশ্বের সেরা শ্যুটারদের সঙ্গে লড়াই করে সোনার পদক জিতেছে মেহুলি। ভীষণ খুশি আমরা। ৩ বছর পর জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। ২০১৯ সালে সাফ গেমসে শেষবার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিল। ওর জন্যও চিন্তা ছিল। তিন বছর পর জাতীয় দলে ফিরেই এই সাফল্য গর্ব করার মতোই।'


জাতীয় শ্যুটিং দলের কোচ জয়দীপ কর্মকার দক্ষিণ কোরিয়াতেই রয়েছেন। মিতালি বলছেন, 'জয়দীপদার সঙ্গে কথা হয়নি। ম্যাচের আগে মেহুলির সঙ্গেও বড় একটা যোগাযোগ করি না। যদি মনঃসংযোগে ব্যাঘাত ঘটে, সেই আশঙ্কায়। তবে হায়দরাবাদে রয়েছেন মেহুলির ব্যক্তিগত কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায়। ফোনে কথা হয়েছে ওঁর সঙ্গে। উনি খুব খুশি।'


মা হিসাবে আপনার চোখে মেহুলির সবচেয়ে ইতিবাচক দিক কী? মিতালি বলছেন, 'ও কোনও কাজে দমে যায় না। যে লক্ষ্যই দেওয়া হোক না কেন, তা পূর্ণ করার জন্য নিজের সর্বস্ব দেয়। ভীষণ পরিশ্রমী। সারারাত জেগে স্কুলের প্রোজেক্ট তৈরি করে সকালে স্কুলের পুলকারে উঠে পড়েছে, সেরকম নজিরও রয়েছে।'


১৬ জুলাই দেশে ফিরবেন মেহুলি। তবে বৈদ্যবাটিতে নয়, হায়দরাবাদে সরাসরি যাবেন মেহুলি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল ম্যাচ রয়েছে। তার প্রস্তুতি সারবেন। আপাতত গোটা দেশের সঙ্গে মেহুলির দ্বিতীয় স্বর্ণপদক প্রাপ্তির প্রার্থনায় মগ্ন মা মিতালিও।


আরও পড়ুন: ট্রেনের শৌচালয়ের পাশে কাগজ বিছিয়ে শুরু হয়েছিল এভারেস্ট জয়ের সফর