লন্ডন : জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মাথায় নতুন মুকুট। কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) টপকে ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম একশো টেস্ট উইকেট শিকারের অনন্য নজির গড়লেন এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ওলি পোপকে সাজঘরে ফিরিয়ে যে নজির গড়লেন তিনি। ৩ বছর আগে ভারতের হয়ে টেস্ট অভিষেক হওয়া বুমরাহের এটি কেরিয়ারে ২৪তম টেস্ট ম্যাচ। কপিল দেব তাঁর কেরিয়ারের ২৫ তম টেস্টে ১০০ উইকেট দখলের নজির গড়েছিলেন। যে তালিকায় তার পরে রয়েছেন মহম্মদ সামি (২৯ টেস্ট), ইরফান পাঠান (২৯ টেস্ট)।


এমনিতে টেস্টে দ্রুততম একশো উইকেট দখলের ক্ষেত্রে ভারতীয় বোলারদের তালিকায় আট নম্বরে রয়েছেন ২৭ বছরের জসপ্রীত বুমরাহ। চতুর্থ টেস্টেও যাঁর সুযোগ না পাওয়া ঘিরে বিস্তর বিতর্ক, সেই রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন যে তালিকার শীর্ষে। কেরিয়ার শুরুর মাত্র ১৮ টেস্টের মধ্যেই অশ্বিন দখল করে নিয়েছিলেন ১০০ উইকেট। যার পরে তালিকায় রয়েছেন এরাপল্লি প্রসন্ন (২০ উইকেট)। অনিল কুম্বলে (২১ টেস্ট), সুভাষ গুপ্তে (২২ টেস্ট), বি.এস চন্দ্রশেখর (২২ টেস্ট), প্রজ্ঞান ওঝা (২২) ও ভিনু মাঁকড় (২৩ টেস্ট)।


২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ভারতের জার্সিতে টেস্টসফর শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। জোহানেসবার্গে কেরিয়ারের প্রথম টেস্টে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। সেই সিরিজে বুমরাহের ঝুলিতে উঠেছিল মোট ১৪ টি টেস্ট উইকেট। তারপর গত তিনবছরে ক্রমে ভারতের এক নম্বর পেস অস্ত্র হয়ে ওঠা 'বুম বুম' চোখধাঁধানো ২২.৬২ গড়ে পৌঁছলেন ১০০ টেস্ট উইকেট শিকারের কীর্তিতে। যার মধ্যে ছ'বার এক ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। আর সবথেকে চমকপ্রদ তথ্য হল, বুমরাহের ১০০ টেস্টের উইকেটের সিংহভাগই এসেছে বিদেশের মাটিতে। আরও সাফ করে বললে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে।


একঝলকে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি ভারতীয় বোলারদের তালিকা-



  • রবিচন্দ্রন অশ্বিন (১৮ টেস্ট)

  • এরাপল্লি প্রসন্ন (২০ উইকেট)

  • অনিল কুম্বলে (২১ টেস্ট)

  • সুভাষ গুপ্তে (২২ টেস্ট)

  • বি.এস চন্দ্রশেখর (২২ টেস্ট)

  • প্রজ্ঞান ওঝা (২২) 

  • ভিনু মাঁকড় (২৩ টেস্ট)

  • জসপ্রীত বুমরাহ (২৪ টেস্ট) (পেসার হিসেবে দ্রুততম ১০০ উইকেট)

  • কপিল দেব (২৫ টেস্ট)

  • মহম্মদ সামি (২৯ টেস্ট)

  • ইরফান পাঠান (২৯ টেস্ট)


আরও পড়ুন-


মাঠে খেলছেন বিরাটরা, প্যাভিলিয়নে একা বসে অশ্বিন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


আরটি-পিসিআর রিপোর্টও পজিটিভ, ১০ দিন আইসোলেশনে রবি শাস্ত্রী