মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ ও সঠিক কম্বিনেশন নিয়ে প্রচুর আলোচনা চলছে। ভারত-ইংল্যান্ড সিরিজ বেশ কয়েকজন নতুন প্লেয়ার নিজেদের মেলে ধরেছেন। সেজন্য দলের এক নির্ভরযোগ্য তারকার অভাব ততটা অনুভূত হয়নি। তিনি হলেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার যশপ্রিত বুমরাহ। 



দীর্ঘ জল্পনা-কল্পনার পর যশপ্রিত বুমরাহ গত ১৫ মার্চ ঘোষণা করেছিলেন যে, তিনি মডেল-তথা টেলিভিশন উপস্থাপিকা সঞ্জনা গণেশনকে বিয়ে করতে চলেছেন। গোয়ায় একান্ত অনুষ্ঠানে তিনি সঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 



 দুটি টেস্ট খেলার পর ভারত ও ইংল্যান্ডের সিরিজের মাঝপথে বুমরাহ বিরতি নেওয়ায় পর তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। সেইসঙ্গে কার সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে, তা নিয়েও জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত বুমরাহ নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটান। 



বিয়ের পর  শীঘ্রই ফের মাঠে ফিরতে চলেছেন বুমরাহ। ট্যুইটারে বুমরাহ একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁকে জিমে গা ঘামাতে দেখা গিয়েছে। আর কয়েকদিন পরেই আইপিএল শুরু হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারও তাঁকে আইপিএলে দেখা যাবে। স্কোয়াডে যোগদানের আগে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। 



যে ভিডিও বুমরাহ পোস্ট করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, কোয়ারেন্টিনে রয়েছিল এবং ওজন তোলার ট্রেনিং করছি। 



ভিডিওতে তাঁকে ভার উত্তোলন করতে দেখা গিয়েছে। 


 




এরইমধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ড্য ও তাঁর দদা ক্রুণাল পান্ড্য, সূর্যকুমার যাদব সোমবার টিম হোটেলে স্কোয়াডে যোগ দিয়েছেন। এই চারজনই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে ছিলেন। ওই সিরিজ ভারত ২-১ জিতেছে।



চতুর্দশ আইপিএল শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। ফাইনাল ৩০ মে। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। গত আইপিএল ভারতে হয়নি। টুর্নামেন্টের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।  চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।