লন্ডন: ওভালে ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ান ডেতে (One Day International Cricket) মেঘলা পরিবেশে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণিত করে মাত্র ১১০ রানেই ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইন আপকে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। বল হাতে আগুন ঝরান ভারতীয় ফাস্ট বোলাররা।
নাস্তানাবুদ ইংল্যান্ড টপ অর্ডার
ভারতের হয়ে নিজের প্রথম ওভারেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়ে ব্যাকফুটে ঠেলে দেন বুমরা। প্রথমে জেসন রয় এবং তার দুই বল পরেই জো রুটকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান বুমরা। একে একে জনি বেয়ারস্টো, মঈন আলিদেরও আউট করে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন বুমরা। ৭.২ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ছয় উইকেট তুলে নেন বুমরা। ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে ছয় উইকেট নেওয়ার নজির গড়েন বুমরা।
আরও পড়ুন: বুমরার ৬ উইকেট, শামির ৩, প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড
তৃতীয় সেরা ওয়ান ডে পারফরম্যান্স
ওয়ান ডেতে ভারতীয় হিসাবে এটি তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে মাত্র চার রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট বিনি। ভারতীয় হিসাবে এটাই ওয়ান ডেতে সেরা পারফরম্যান্স। এরপরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৯৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিল কুম্বলের ১২ রানে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব। তৃতীয় নম্বরেই বুমরার এই পারফরম্যান্স।
বুমরা বাদে এই ম্যাচে তিন উইকেট নিয়ে ওয়ান ডে কেরিয়ারে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন মহম্মদ শামি। ইংল্যান্ডের অবশিষ্ট একটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে বুমরা প্রমাণ করে দিলেন কেন তিনি মতান্তরে বিশ্বের সেরা ফাস্ট বোলার। তাঁর এই পারফরম্যান্সে ভর করেই প্রথম ওয়ান ডে জিতে সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পথে অগ্রসর টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ওভালে বল হাতে আগুন ঝরিয়ে ওয়ান ডে-তে নজির মহম্মদ শামির