লন্ডন: লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে ভারত শুধু সিরিজে এগিয়েই যায়নি, গড়ে ফেলেছে এক ঝাঁক রেকর্ডও। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাও একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন।


ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তনীরা আগেই বলেছিলেন যে, ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করে রয়েছে যশপ্রীত বুমরার পারফরম্যান্স কেমন হয় তার ওপর। জো রুট বাহিনীর বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন আমদাবাদের ডানহাতি পেসার। ট্রেন্ট ব্রিজে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নতুন নজির গড়েছিলেন। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে আর এক কীর্তি গড়ে ফেলেছেন বুমরা। পিছনে ফেলে দিয়েছেন ইরফান পাঠান, কপিল দেব, মহম্মদ শামি, বেঙ্কটেশ প্রসাদদের।


ঠিক কী রেকর্ড গড়েছেন বুমরা? এখনও পর্যন্ত ২২টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৯৫টি উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে ২২টি টেস্ট খেলে কেউই এত উইকেট নিতে পারেননি। সেই দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছেন বুমরা। এই তালিকায় দুইয়ে রয়েছেন ইরফান পাঠান। ২২টি টেস্ট খেলার পর তাঁর সংগ্রহে ছিল মোট ৮৬টি উইকেট। বিশ্বকাপজয়ী অধিনায়ক, কিংবদন্তি কপিল দেব সমসংখ্যক টেস্ট খেলার পর ৮১টি উইকেট নিয়েছিলেন। তিনি এই তালিকায় তিন নম্বরে রয়েছেন। চারে রয়েছেন বুমরারই সতীর্থ মহম্মদ শামি। ২২ টেস্টে তাঁর সংগ্রহ ৭৬টি উইকেট। পাঁচে রয়েছেন বেঙ্কটেশ প্রসাদ। তিনি নিয়েছিলেন ৭১টি উইকেট।


চলতি সফরে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারেও ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায় তাঁকে। কেরিয়ারের শুরুর দিকে তাঁকে শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্যই ভাবা হতো। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স। তারপর জাতীয় দলে সুযোগ। ভারতের হয়েও সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স। পরে টেস্টেও সুযোগ পান। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন বুমরা।