মুম্বই: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্সের (Paris Olympics 2024) আসর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিরাট ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। অলিম্পিয়ানদের পাশে দাঁড়াল ভারতীয় বোর্ড।


রবিবার, ২১ জুলাই সন্ধেতেই ভারতীয় বোর্ডের সচিব জয় শাহের (Jay Shah) তরফে অলিম্পিক্স অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের জন্য এক সুখবর দেওয়া হয়। মেগা ইভেন্টে অ্যাথলিটদের পাশে দাঁড়াতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (আইওএ)-কে বিরাট আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন জয় শাহ। পাশাপাশি অলিম্পিয়ান জন্য শুভেচ্ছাবার্তাও পাঠান বোর্ড সচিব।


তিনি নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ এই ঘোষণার কথা জানিয়ে লেখেন, 'আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাতে চাই যে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের পাশে দাঁড়াতে, তাঁদের সমর্থন করতে আগ্রহী বিসিসিআই। সেই উপলক্ষ্যেই আমরা আইওএকে এই টুর্নামেন্টের জন্য ৮.৫ কোটি টাকা দিচ্ছি। আমাদের সকল অ্যাথলিটদের অনেক অনেক শুভেচ্ছা। ভারতকে গর্বিত করুন। জয় হিন্দ।'


 






 


প্যারিস অলিম্পিক্সে মোট ১১৭ জন অ্যাথলিট ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই অ্যাথলিটদের সঙ্গে আরও ১৪০ জন সাপোর্ট স্টাফ প্যারিসের উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ দেশকে অলিম্পিক্সে গৌরব এনে দেওয়ার জন্য মোট ২৫৭জন প্যারিসে যাচ্ছেন। এই সদস্যদের থাকা খাওয়ার খরচ বহনের জন্য এই অর্থ ব্যয় করা হবে। ভারতীয় অলিম্পিক্স কমিটির জন্য এই অনুদান যে বেশ লাভজনক হবে, তা বলাই  বাহুল্য।


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ব্যাট, বল ছেড়ে হাতে বক্সিং প্যাড, নতুন ভূমিকায় হরভজন সিংহ