লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের দখলে করে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। আজ লর্ডসে তাই সিরিজের শেষ ওয়ান ডে (INDW vs ENGW 3rd ODI) আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচই বটে। তবে এই ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে একটাই কারণে, বা বলা ভাল একজন ব্যক্তির জন্য। তিনি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।


ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু ও শেষ


আজই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঝুলন গোস্বামী। নিজের দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা ইংল্যান্ডের বিরুদ্ধেই করেছিলেন ঝুলন। আর সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারীর শেষ ম্যাচ ঘিরে আবেগ এবং উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। এই কারণেই আজকের এই ম্যাচ বিশেষ গুরুত্বও পাচ্ছে। ম্যাচের আগে এক ঘটনাই ভারতীয় দলের অন্দরমহলের সমীকরণ এবং ঝুলনের প্রতি বাকি ক্রিকেটারদের সম্মানের ছবিটা স্পষ্ট করে দেয়। প্রিয় 'ঝুুলু দি'র শেষ ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) আবেগতাড়িত হয়ে কেঁদে ভাসালেন। 


 



 


আবেগতাড়িত হরমনপ্রীত


ঝুলনকে তিনি কতটা সম্মান করেন, তা হরমনপ্রীত আগেও একাধিকবার প্রমাণ করেছেন। এই ঘটনার মাধ্যমে আবারও একবার তা প্রমাণ হয়ে গেল। প্রসঙ্গত, এদিন ম্যাচে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু বেশ চাপেই রয়েছে ভারতীয় দল। এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভারে ভারতের স্কোর চার উইকেটের বিনিময়ে ৫১ রান। অবশ্য ক্রিজে দুরন্ত ফর্মে থাকা স্মৃতি মান্ধানা (৩৩) এখনও উপস্থিত রয়েছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন দীপ্তি শর্মা (৫)। এই পরিস্থিতি থেকে ভারত লড়াই করার মতো রান তুলতে পারে কি না, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় দল, কাদের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা?