দুবাই: দিনকয়েক আগে পুরুষদের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। সামনের মাসেই শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হবে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কার মুখোমুখি হবেন হরমনপ্রীত কৌররা। 


পরের বছরই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়। তার আগে এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে এশিয়ার সবকয়টি দলই। বিসিসিয়াইয়ের সম্পাদক জয় শাহ ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আসন্ন মহিলা এশিয়া কাপের সম্পূর্ণ সূচি জানিয়ে দিয়েছেন। থাইল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপের মহারণ। সেইদিনেরই দ্বিতীয় ম্যাচে ভারতীয় মহিলা দল মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব।


 






অক্টোবরের ১৩ এবং এশিয়া কাপের দুই সেমিফাইনাল আয়োজিত হবে। ১৫ তারিখে  অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশেই এ বারের মহিলাদের এশিয়া কাপের আসর বসবে। সিলেটেই দুইটি মাঠে আয়োজিত হবে গোটা টুর্নামেন্ট। এই নিয়ে আট নম্বর বার আয়োজিত হতে চলেছে মহিলা এশিয়া কাপ। পুরুষদের মতো ভারতীয় মহিলারাও এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন। আটবারের মধ্যে ছয়বারই খেতাব জিতেছে ভারত। সাত নম্বর এশিয়া কাপ খেতাব জয়ের উদ্দেশ্যে হরমনপ্রীতরা এবারের টুর্নামেন্টে নামবে। ইতিমধ্যেই এবারের এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণাও করে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। 


 






পুরুষদের এশিয়া কাপের মতো মহিলাদের এবারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফর্ম্যাটেই আয়োজিত হবে। সাতটি দল এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করতে চলেছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহিও এ বারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবেই এবারে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে। 


আরও পড়ুন: অভিনব উদ্যোগ সিএবি-র, ঝুলনের শেষ ম্যাচ মাল্টিপ্লেক্সে বসে সরাসরি দেখার সুযোগ