নয়াদিল্লি: চলতি শ্যুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন জিতু রাই। পুরুষদের ৫০ মিটার এয়ার পিস্তলে আজ ২৩০.১ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন তিনি। একই ইভেন্টে রুপো পেলেন আমনপ্রীত সিংহ। তিনি ২২৬.৯ পয়েন্ট পেয়েছেন।
রিও অলিম্পিকে হতাশ করলেও, বেশ কিছুদিন ধরেই ভাল ফর্মে আছেন জিতু। তিনি এই নিয়ে বিশ্বকাপে ৯টি পদক পেলেন। অন্যদিকে, আমনপ্রীত এই প্রথম শ্যুটিং বিশ্বকাপে যোগ দিয়েছেন। শুরুটা ভালই করলেন তিনি। কোয়ালিফাইং রাউন্ডে ৫৬১ পেয়ে সবার আগে ছিলেন আমনপ্রীত। দু পয়েন্ট পিছনে ছিলেন জিতু। তবে চূড়ান্ত পর্বে জিতুই বাজিমাত করলেন।
জিতু ও আমনপ্রীতের এই সাফল্যের সুবাদে চলতি বিশ্বকাপে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ৫। জিতু এই সোনা ছাড়াও গতকাল ১০ মিটার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন। ডাবল ট্র্যাপে ব্রোঞ্জ পেয়েছেন অঙ্কুর মিত্তল। পূজা ঘাটকরও ব্রোঞ্জ পেয়েছেন।
বিশ্বকাপে জিতুর সোনা, রুপো পেলেন আমনপ্রীত সিংহ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Mar 2017 02:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -