বোলোগনা: রিও অলিম্পিকের ব্যর্থতা ভুলে ফের স্বমহিমায় শ্যুটার জিতু রাই। আইএসএসএফ বিশ্বকাপে ৫০ মিটার পিস্তলে রুপো জিতলেন জিতু। ফাইনালে ১৮৮.৮ পয়েন্ট পেয়েছেন জিতু। ১৯০.৬ পয়েন্ট নিয়ে সোনা পেয়েছেন চিনের উই পাং এবং ১৭০.৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ইতালির গিউসেপ্পি গিয়োর্ডানো।


 

রিও অলিম্পিকে ভারতের অন্যতম ভরসা ছিলেন জিতু। কিন্তু তিনি দেশবাসীকে চূড়ান্ত হতাশ করেন। তবে বিশ্বকাপে জিতুর পারফরম্যান্স উজ্জ্বল। এর আগে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও ১০ মিটার এয়ার পিস্তলে রুপো পেয়েছিলেন জিতু। এবারও তিনি পদক পেলেন।


 

বিশ্বকাপে পদক পাওয়ার জন্য ট্যুইটারে জিতুকে অভিনন্দন জানিয়েছেন অলিম্পিকে সোনা জয়ী একমাত্র ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রা। তাঁর মতে, নিখুঁতভাবে আগামী চার বছরের পরিকল্পনা করা উচিত জিতুর।