লন্ডন: ধাপে ধাপে জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে সকলকে হতবাক করে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের প্রাক্তন অধিনায়কের পথে যেন হাঁটলেন জো রুটও (Joe Root)। দুজনের মধ্যে ব্যাটিং শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছে বারবার। তবে নেতৃত্ব ছাড়ার ব্যাপারে যে কোহলিকে অনুসরণ করবেন রুট, তা হয়তো অনেকের কাছেই অপ্রত্যাশিত।


ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ব্যর্থতার দায় নিয়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন তিনি। গত পাঁচ বছর ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থতার পর রুটের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল।


ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসাবে অনন্য কীর্তি জো রুটের। ইংল্যান্ডের হয়ে মোট ৬৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন রুট। তার মধ্যে জিতেছেন ২৭টি ম্যাচ। যে রেকর্ড অন্য কোনও ইংরেজ অধিনায়কের নেই। পাশাপাশি ২৬টি টেস্টে তাঁর নেতৃত্বে হেরেওছে ইংল্যান্ড।


তবে শেষ কয়েক মাস দ্রুত ভুলতে চাইবেন রুট। তাঁর নেতৃত্বে শেষ ১৭টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইংল্যান্ড । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-১ ব্যবধানে সিরিজ হারের পরেও রুট জানিয়েছিলেন যে, তাঁর দল দারুণ ক্রিকেট উপহার দিয়েছে । 


তবে টেস্টে ইংল্যান্ডের সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের পর চাপ বাড়ছিল রুটের ওপর। প্রাক্তন ক্রিকেটারেরা অনেকেই রুটকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিচ্ছিলেন। নেতৃত্ব ছেড়ে রুট বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর আমি চিন্তাভাবনা করেছি। তারপরই টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত। আমার কেরিয়ারের নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটাই। তবে আমার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করার পর মনে হয়েছে নেতৃত্ব ছাড়ার এটাই সঠিক সময়। দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। গত পাঁচ বছরের ভাল সময়গুলো মনে রাখতে চাই আজীবন।'


আরও পড়ুন: ষোলো আনা বাঙালিয়ানা, পাঞ্জাবি আর মিষ্টিমুখে নববর্ষ উদযাপন কেকেআর তারকাদের