গল: কয়েকদিন পরেই ভারত সফরে আসছে ইংল্যান্ড। তার আগে বিধ্বংসী ফর্মে ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান জো রুট। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রান করার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৮৬ রান করেন। ফলে এই ব্যাটসম্যানের দিকে নজর রাখতেই হচ্ছে ভারতের বোলারদের।
ভারতীয় উপমহাদেশের পরিবেশ বেশ ভালভাবেই মানিয়ে নিয়েছেন রুট। স্পিনের বিরুদ্ধে তাঁর সাফল্য নজরকাড়া। শ্রীলঙ্কার মাটিতে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। তাঁর ব্যাটিংয়ের ধরনে বদল এসেছে। ক্রিকেটপ্রেমীদের নজর এড়ায়নি এই বদল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুটের ব্যাটিংয়ের ধরন বদলানোর ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বোলার বল ছাড়ার আগে হাতে ব্যাট ঘোরাচ্ছেন রুট। এর ফলেই তিনি সাফল্য পাচ্ছেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তিনি যে সাফল্য পাচ্ছেন, সেটা কোনওভাবেই অস্বীকার করা যাচ্ছে না। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দল যত রান করেছে, তার ৫০ শতাংশই করেছেন একা রুট।
গলে চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৯-তম শতরান করেছেন। এশিয়ার মাটিতে তাঁর মোট রান দেড় হাজারের বেশি হয়ে গিয়েছে। এশিয়ার মাটিতে টেস্টে ৩১ ইনিংসে তাঁর গড় ৫৫। ফলে ভারতের বোলারদের ইংল্যান্ডের অধিনায়ককে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোর জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে।
এবারের ভারত সফরে চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট শুরু ৫ ফেব্রুয়ারি থেকে। এই ম্যাচ হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টও হবে চেন্নাইয়ে। এই ম্যাচ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। পরের দু’টি টেস্ট ম্যাচ হবে আমদাবাদে। তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে এবং চতুর্থ টেস্ট শুরু ৪ মার্চ থেকে।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দু’দল টি-২০ সিরিজ খেলবে। গোটা টি-২০ সিরিজই হবে আমদাবাদে। পাঁচটি টি-২০ ম্যাচ হবে যথাক্রমে ১২ মার্চ, ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ ও ২০ মার্চ।
এরপর একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে। ম্যাচগুলি হবে যথাক্রমে ২৩ মার্চ, ২৬ মার্চ ও ২৮ মার্চ।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘ভারতে দ্বিতীয় গোলাপি বলের টেস্ট ম্যাচ হতে চলেছে নবনির্মিত সর্দার পটেল মোতেরা স্টেডিয়ামে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা। নতুন করে তৈরি হওয়া এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শট খেলার আগে ব্যাট ঘোরাচ্ছেন জো রুট, ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 06:40 PM (IST)
India vs England: ভারত সফরে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ইংল্যান্ডের অধিনায়ক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -