লন্ডন: অস্ত্রোপচারের পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল জনি বেয়ারস্টোকে (Jonny Bairstow) । তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না । ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট আশা করছে যে, এই বিস্ফোরক ব্যাটার তাড়াতাড়ি ফিট হয়ে উঠবেন । জনি বেয়ারস্টো ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন । এই উইকেটরক্ষক ব্যাটার এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন বাড়িতে ফিরে বিশ্রাম নেব’ ।


বেয়ারস্টো তাঁর পাশে থাকার জন্য ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন । তবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না জনি বেয়ারস্টো । যে কারণে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল । ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো চোটের কারণে অস্ট্রেলিয়ায় আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন । জনি বেয়ারস্টোর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া ইংল্যান্ড দলের জন্য একটি বড় ধাক্কা ছিল । তবে এখন ইংল্যান্ড দলের এই তারকা ক্রিকেটার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন । যা ইংল্যান্ড দলের কাছে একটা সুখবর ।


 






লিডসে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গলফ খেলার সময় বেয়ারস্টো একটি অদ্ভুত দুর্ঘটনার মুখে পড়েন । ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের ব্যাটসম্যান জোনাথন বেয়ারস্টো গ্রীষ্মের বাকি অংশ এবং আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন ।’ এরপরেই অস্ত্রোপচার করিয়ে বাড়ি ফিরলেন বেয়ারস্টো ।


আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা