অ্যান্টিগা: ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023) একদমই ভাল যায়নি তাঁর। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। অধিনায়ক হিসেবেও দলকে সেমিতে তুলতে ব্যর্থ হয়েছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে ওয়ান ডে সিরিজে (One Day Series) ব্য়াট হাতে নেমেই এবার নজির গড়লেন জস বাটলার (Jos Buttler)। ইংল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ৫ হাজার রান পূরণ করলেন তারকা উইকেট কিপার ব্যাটার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ব্যাট করতে নেমে এই নজির গড়লেন বাটলার। ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক। স্ট্রাইক রেট ছিল ১২৮। এই ইনিংসটি খেলার পথে চারটি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার।
দ্বিতীয় ওয়ান ডে-র পর ১৮০ ম্যাচে ১৫৩ ইনিংস খেলে বাটলারের এই ফর্ম্যাটে সংগ্রহ ৫০২২ রান। ৩৯.৮৫ গড় রেখে ১১৭ স্ট্রাইক রেটে রান করেছেন ডানহাতি বিধ্বংসী ব্য়াটার। ৫০ ওভারের ফর্ম্য়াটে ঝুলিতে ১১টি শতরান ও ২৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাটলার। সর্বোচ্চ অপরাজিত ১৬২। ওয়ান ডে ফর্ম্যাটে ব্রিটিশ ব্য়াটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক অইন মর্গ্যান। তাঁর ঝুলিতে রয়েছে ৬৯৫৭ রান। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বাটলার।
উল্লেখ্য, বিশ্বকাপে একেবারে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাটলার। এই ম্যাচের আগে শেষ ১০ ইনিংস তাঁর ঝুলিতে ছিল মাত্র ১৪১ রান। গড় ছিল মাত্র ১৪-র ওপর। বিশ্বকাপে ৯ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৮ রান।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বাটলার জানিয়েছিলেন, ''আমার এখন ৩৩ বছর বয়স। আরও হয়ত কিছুদিন আমি ইংল্য়ান্ডের হয়ে খেলব। আমি জানি আমি ৩৩ পেরিয়েছি, কিন্তু কখনওই মনে হয় না যে বয়স বেড়েছে আমার। দেশের হয়ে খেলা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সত্যিই ভীষণ গর্বের আমার কাছে। তবে আমি বাস্তবটাও মেনে চলার চেষ্টা করি। আমি জানি খুব বেশিদিন হয়ত আমার কেরিয়ারের নেই। তবে এখনও জানি যে অনেকগুলো জায়গা আমাকে আরও পরিশ্রম করতে হবে। আমাকে আরও উন্নতি করতে হবে।'' এরপরই তিনি বলেন, ''আমি বিশ্বকাপের মধ্যে নিজের অবসর নিয়ে চিন্তাভাবনা করতে রাজি নই। তবে বয়স বাড়ছে। তাই সেরকম হলে টি-টোয়েন্টি ফর্ম্যাট ও ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট নিয়ে ভাবব।''