লন্ডন: করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত ত্রাণ তহবিলে অর্থসাহায্য করার জন্য বিশ্বকাপ ফাইনালে যে জার্সি পরে খেলতে নেমেছিলেন, সেটি নিলামে তুলছেন ইংল্যান্ডের ক্রিকেটার জোস বাটলার। তিনি সোশ্যাল মিডিয়ায় এ কথা ঘোষণা করেছেন। এই ক্রিকেটার লিখেছেন, ‘রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতালকে অর্থসাহায্য করার জন্য আমি বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলব। গত সপ্তাহে এই দু’টি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জাম দরকার। সেই কারণেই আমি সাহায্য করতে চাইছি।’ বাটলার আরও জানিয়েছেন, তাঁর এই জার্সিতে সেই ম্যাচের সব সতীর্থর স্বাক্ষর আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,৬১,২৯৫। মৃত্যু হয়েছে ৪২,৩৮৭ জনের। সারা বিশ্বের ক্রীড়াবিদরা এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রজার ফেডেরার, নোভাক জকোভিচের মতো টেনিস তারকারা সাহায্য করেছেন। লিওনেল মেসি ও তাঁর বার্সেলোনার সতীর্থরা ৭০ শতাংশ কম বেতন নেওয়ার কথা জানিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর জুভেন্তাসের সতীর্থরাও কম বেতন নেওয়ার কথা জানিয়েছেন। ভারতীয় ক্রীড়াবিদরাও সাহায্য করছেন।