রাঁচি: সালটা ছিল ২০১০। দিনটি ৪ জুলাই। ১০ বছর আগে এই দিনেই মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী সিংহ রাওয়াত সাত পাকে বাঁধা পড়েছিলেন।


‘ক্যাপ্টেন কুল’ বিয়ে সেরেছিলেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। সংবাদমাধ্যম আগাম কিছু জানত না। জাতীয় দলে তাঁর সতীর্থরাও অনেকে টের পাননি। অভিনেত্রী বিপাশা বসুই সংবাদমাধ্যমে প্রথমে জানিয়েছিলেন, ধোনি বিয়ে করতে চলেছেন। আর তার পরেই গোটা দেশের মিডিয়া চলে এসেছিল দেহরাদূনে। বিয়ের অনুষ্ঠানে জাতীয় দলের কয়েকজন সতীর্থ ছিলেন। গিয়েছিলেন বিপাশা ও তাঁর তৎকালীন প্রেমিক জন আব্রাহাম।



ধোনি ও সাক্ষীর সম্পর্কের শুরু কলকাতায়। ঔরঙ্গাবাদে হোটেল ম্যানেজমেন্ট পড়ে তখন তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন সাক্ষী। আর ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে  ইডেন গার্ডেন্সে ধোনি।  দুই পরিবারের মধ্যে আগে থেকে পরিচয় ছিল। ধোনি ও সাক্ষীর বাবা দুজনই মেকন সংস্থায় চাকরি করতেন রাঁচিতে। তবে মাঝে ১০ বছর যোগাযোগ ছিল না ধোনি ও সাক্ষীর। কলকাতা থেকে নতুন করে যোগাযোগ হয়।





২০০৮ সালের মার্চ থেকে ডেট করা শুরু করেন মাহি আর সাক্ষী। দেহরাদূনের একটা রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ২০১০ সালের ৪ জুলাই। দেখতে দেখতে কেটে গিয়েছে দশ-দশটা বছর। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ধোনি ও সাক্ষীকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। তবে করোনা আবহে বাইরে কোথাও বেরতে পারেননি। কন্যা জীভাকে নিয়ে রাঁচির ফার্মহাউসেই দিনটি কাটিয়েছেন ধোনি-সাক্ষী।