ফিফা গভর্ন্যান্স কমিটিতে মুকুল মুদগল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2016 11:41 AM (IST)
নয়াদিল্লি: আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্তকারী বিচারপতি মুকুল মুদগল এবার ফিফা গভর্ন্যান্স কমিটির ডেপুটি চেয়ারম্যান হতে চলেছেন। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মুদগলকে নিয়োগ করার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। এই খবর জানার পর উচ্ছ্বসিত মুদগল বলছেন, ‘আমি ওয়েবসাইট মারফত জানতে পেরেছি ফিফা আমাকে নিয়োগ করবে। তবে এখনও সরকারিভাবে আমাকে কিছু জানানো হয়নি। এটা ভারতীয় বিচারব্যবস্থার পক্ষে গর্বের বিষয়। আমি সম্মানিত বোধ করছি। ফিফা থেকে সরকারিভাবে প্রস্তাব এলে আমি অবশ্যই গ্রহণ করব।’ সম্প্রতি এএফসি-র পক্ষ থেকেও মুদগলের কাছে প্রস্তাব এসেছে। এএফসি কর্তাদের সঙ্গে একবার বৈঠক হয়েছে তাঁর। জুনে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা। এরই মধ্যে ফিফার এই ঘোষণায় খুশি মুদগল। ফিফার গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান হতে চলেছেন ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল লুই মিগুয়েল মাদুরো। তিনি ও মুদগল ফিফার আন্তর্জাতিক রিভিউ কমিটিতেও থাকবেন। তাঁরা ফুটবল সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খতিয়ে দেখবেন।