নঁত: এশিয়ান চ্যাম্পিয়ন তিনি। এবার ৬০ মিটার হার্ডলে নতুন রেকর্ড গড়লেন জ্যােতি ইয়ারাজ্জি। জিতে নিলেন সোনাও। ফ্রান্সে নঁততে আয়োজিত এলিট ইনডোর মিটিংয়ে মাত্র ৮.০৪ সেকেন্ড সময়ে ৬০ মিটার হার্ডল অতিক্রম করেছেন। ২৫ বছরের তরুণী অ্য়াথলিট নিজের জাতীয় রেকর্ডই ভেঙে দিলেন। এর আগে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। ৬০ মিটার হার্ডল অতিক্রম করার ক্ষেত্রে। হিটে এদিন ৮.০৭ সেকেন্ড সময় নিয়েছিলেন জ্যােতি ইয়ারাজ্জি।
আগামী মার্চ মাসে চিনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে যোগ্যতা অর্জনের জন্য ৭.৯৪ সেকেন্ড সময়ের মধ্যে হার্ডল পূরণ করতে হবে। জ্যোতি সম্প্রতি কিছুদিন আগেই অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইরানের তেহরানে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন। ২০২৪ সালে গত বছর এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার হার্ডলে সোনা জিতেছিলেন জ্যােতি।
জাতীয় আউটডোর ১০০ মিটার হার্ডলেও ১২.৭৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড ধরে রেখেছেন জ্যোতি। ১০০ মিটার হার্ডলে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ সালে এশিয়ান গেমসে ১২.৯১ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছিলেন।
পদ্ম সম্মান পাওয়ার পর কী বলছেন আইএম বিজয়ন?
প্রজাতন্ত্র দিবসের আগের দিন মোট ১৩৯ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মানে সম্মানিত হওয়ার পরে এবিপি আনন্দকে ফোনে বিজয়ন জানান, ''খেলা ছেড়েছি অনেকগুলো বছর হয়ে গেল। এতদিন পরে এই সম্মান। আমি সত্যিই খুব খুশি হয়েছি। খেলার সময় অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছি আমি। দেশের জার্সিতে খেলা আমার স্বপ্ন ছিল।''
এই পদ্মশ্রী সম্মান কাকে উৎসর্গ করছেন? বিজয়ন বলেন, ''আমি এই সম্মান দেশের সমগ্র ফুটবল সমর্থকদের উৎসর্গ করতে চাই। নিজের ফুটবল কেরিয়ারে কলকাতা ময়দানে দীর্ঘ সময় খেলেছি। তাই সেখানকার সমর্থকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সেখানে প্রচুর ভালবাসা পেয়েছি আমি। ইস্টবেঙ্গল, মোহনবাগানের অনেক সমর্থকের সঙ্গে এখনও কথা হয়। কলকাতায় প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমার ফুটবল কেরিয়ারের।'' শের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ। শ্রীজেশকে সেই সম্মানেও সম্মানিত করা হল। ২০২০ টোকিও অলিম্পিক্স ও প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। সেই দুটো সাফল্যে শ্রীজেশের অবদান ছিল বিশাল। প্যারিস অলিম্পিক্সের পরই হকিকে বিদায় জানান শ্রীজেশ। তাঁর প্রতি সম্মান জানাতে তাঁর ১৬ নম্বর জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া।