মোহালি: ওপেনার লোকেশ রাহুলের বিস্ফোরক ইনিংস ও মিডল অর্ডার ব্যাটসম্যান করুণ নায়ারের দায়িত্বশীল ইনিংসের সুবাদে এবারের আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। রাহুল আজ ১৪ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও চারটি ছক্কা। এটি আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশতরান এবং টি-২০ ম্যাচে তৃতীয় দ্রুততম অর্ধশতরান। যুবরাজ সিংহ ও ক্রিস গেইল ১২ বলে এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিকের ১৩ বলে ৫০ রানের রেকর্ড আছে। আজ ১৬ বলে ৫১ রান করে আউট হন রাহুল। করুণ ৩৩ বলে ৫০ রান করে আউট হন।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। প্রথমে ব্যাট করতে নেমে নতুন অধিনায়ক গৌতম গম্ভীরের ৫৫ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৬৬ রান করে দিল্লি। ১৮.৫ ওভারে সহজেই সেই রান টপকে যায় পঞ্জাব। দিল্লি দলে ফেরার পর শুরুটা ভাল হল না গম্ভীরের। নিজে ভাল খেলেও দলকে জেতাতে পারলেন না তিনি।