নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে শুধু ভারতের ক্রিকেটমহলই না, হতবাক পাকিস্তানের ক্রিকেটাররাও। ধোনিকে কুর্ণিশ জানিয়েছেন শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন ক্রিকেটাররা। এবার ধোনিকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমলও। তিনিও মনে করেন, ধোনিকে এভাবে সরে যেতে দেওয়া উচিত নয়। তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো উচিত।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকমল বলেছেন, ‘ধোনি এমন একজন খেলোয়াড় ছিলেন, যিনি দলকে নিয়ে চলতেন। অধিনায়কত্ব করা খুব সহজ। অনেকেই মনে করেন, দল হারুক বা জিতুক, অধিনায়কের জায়গা পাকা। ফলে তাঁর কোনও চিন্তা থাকে না। কিন্তু ধোনির বিশেষত্ব হল, তিনি দল গঠন করতেন। তাঁর নিজের পারফরম্যান্সও ছিল বিশ্বমানের। তিনি যে খেলোয়াড়দের গড়ে তুলেছেন, তাঁরা এখনও বিশ্বের এক নম্বর। তিনি শুধু দেশের জন্য ভাল কিছু করার কথাই ভাবতেন। মিস্টার কুল হিসেবে পরিচিত ধোনি। তিনি এই নামের মতোই নীরবে সরে গেলেন। এই ধরনের খেলোয়াড় বিরল। এরকম একজন খেলোয়াড়কে এভাবে চলে যেতে দেওয়া যায় না। তাঁকে উঠে দাঁড়িয়ে সম্মান জানানো উচিত। তাঁর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করা উচিত। সচিন তেন্ডুলকর যেভাবে মাঠ ছেড়েছিলেন, সেভাবেই মাঠ ছাড়া উচিত ধোনির।’
আকমলের মতে, পাকিস্তানে ধোনির মতোই একজন অধিনায়ক দরকার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এই ধরনের অধিনায়ককে খুব দরকার। আমরা ইনজি ভাই (ইনজামাম), ইউনিস ভাইকে (খান) দেখেছি কীভাবে দলকে নিয়ে এগিয়ে গিয়েছেন। ভারতের হয়েই খেলার কথা ছিল ধোনির। তিনি দেশের জন্য দারুণ কাজ করেছেন। তিনি আমাদের কাছে অসাধারণ উদাহরণ। তিনি শুধু ক্রিকেটই খেলেননি, দল গড়ে তুলেছেন এবং ভারতীয় দলকে উঁচুতে নিয়ে গিয়েছেন। আমাদের অধিনায়কদের মধ্যেও এই মানসিকতা থাকা দরকার। এখন তাঁরা নিজেদের জায়গা ধরে রাখার জন্যই খেলছেন। দল জিতল না হারল, সেটা নিয়ে তাঁদের চিন্তা নেই। এটা যে কোনও দলের পক্ষেই ক্ষতিকারক। আমি চাই পাকিস্তানে ধোনির মতো অধিনায়ক আসুন। পাকিস্তানের বর্তমান অধিনায়ককে আমি বলতে চাই, যতক্ষণ না দল জিতছে এবং তাঁর পারফরম্যান্স বিশ্বমানের হয়ে উঠছে, ততক্ষণ আমরা অন্য দলগুলির সঙ্গে ব্যবধান কমাতে পারব না।’
পাকিস্তানের অধিনায়করা নিজেদের কথা ভেবে খেলেন, ধোনির মতো কাউকে চাই, মত কামরান আকমলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2020 05:58 PM (IST)
আকমলের মতে, পাকিস্তানে ধোনির মতোই একজন অধিনায়ক দরকার।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -