মাউন্ড মাউনগানুই: টেস্টে আরও একটা মাইলফলক স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। বে ওভালে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে কিউয়ি তারকা ব্যাটার ১১২ রানে অপরাজিত রয়েছেন। এই শতরান করার সঙ্গে সঙ্গেই টেস্টে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় বিরাট কোহলি ও ডন ব্র্যাডম্য়ানকে টপকে গেলেন। ২ জনের ঝুলিতেই টেস্টে রয়েছে ২৯টি সেঞ্চুরি। কেনের ঝুলিতে বর্তমানে ৩০টি শতরান। ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের সঙ্গে একই সারিতে রয়েছেন বর্তমানে কেন। 


এদিন ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নেইল ব্র্যান্ড। একেবারে আনকোরা দল নিয়ে এবার প্রোটিয়া শিবির কিউয়ি সফরে এসেছে। আর প্রথম টেস্টের প্রথম দিনেই তার নমুনাও পাওয়া গেল। এদিন প্রথম দুটো উইকেট খুব দ্রুত হারায় নিউজিল্য়ান্ড। টম ল্য়াথাম ২০ রান করে আউট হন। ডেভন কনওয়ে ১ রানের বেশি করতে পারেননি। তবে কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র মিলে দলের হাল ধরেন এরপর। ২ জনে মিলে চতুর্থ উইকেটে জুটিতে ২১৯ রান বোর্ডে যোগ করেন। উইলিয়ামসন দিনের শেষে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১১২ রানে অপরাজিত। অন্যদিকে রবীন্দ্র ১১৮ রানের অপরাজিত রয়েছেন ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বোর্ডে ২৫৮ রান তুলে ফেলেছে। 


উল্লেখ্য, টেস্টে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ৫১ শতরানের মালিক। তালিকায় দ্বিতীয় স্থানে জ্যাক কালিস ৪৫ টি শতরান হাঁকিয়েছেন। তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিং মোট ৪১টি টেস্ট সেঞ্চুরির মালিক। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে তালিকায় সবার আগে রয়েছেন স্টিভ স্মিথ। তিনি মোট ৩২টি শতরান হাঁকিয়েছেন এখনও পর্যন্ত। 


শতরান গিলের


এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিল। টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকালেন পাঞ্জাবের এই তরুণ। ২০১৭ সালের পর ফের তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনও ভারতীয়র ব্যাট থেকে ভারতের মাটিতে এল সেঞ্চুরির ইনিংস। প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেললেন গিল। ভারতকেও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে সাড়ে তিনশো রানের বেশি লিড এনে দিতে সাহায্য করলেন। নিজের ইনিংসে গিল ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান।