ট্রেন্ট ব্রিজ: আইপিএল ভাল যায়নি। ব্য়াটে রান পাননি। ইংল্য়ান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থতাই সঙ্গী। দলও হেরেছে। এবার আরও খারাপ খবর এল কেন উইলিয়ামসনের (Kane Williamson) জন্য। করোনা আক্রান্ত (Covid 19) হলেন কিউয়ি তারকা ক্রিকেটার। শুক্রবার থেকেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল নিউজিল্য়ান্ড শিবির। তার আগেই উইলিয়ামসনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছেন তিনি। এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন কেন। তাঁর বদলে টম ল্য়াথাম নটিংহ্যাম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের নেতৃত্বেই হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। নিয়ম অনুযায়ী গতকাল আরটিপিসিআর টেস্ট হয় প্রত্যেক ক্রিকেটারের। সেখানেই কেনের রিপোর্ট পজিটিভ আসে। যদিও দলের আর কারও কোভিড রিপোর্ট পজিটিভ আসেনি।
এদিন থেকে শুরু হল ইংল্য়ান্ড বনাম নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতে গিয়েছিল বেন স্টোকসের দল। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। অন্যদিকে ল্যাথামের নেতৃত্বে কিউয়ি একাদশে তিনটে বদল করা হয়েছে। ম্যাট হেনরি ফিরে এসেছেন আজাজ পটেলের বদলে। মিচেল ব্রেসওয়েল ফিরে এসেছেন কলিন ডি গ্র্যান্ডহোমের বদলি হিসেবে ও কেন উইলিয়ামসনের বদলে দলে এসেছেন হেনরি নিকোলস।
নজির গড়েছিলেন রুট
প্রথম টেস্ট খেলতে নেমে নজির গড়েছিলেন জো রুট। নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যর্থতার দায় কাঁধে নিয়ে। দল হারছিল। তিনি নিজেও ফর্মে ছিলেন না। কিন্তু শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে ফিরতেই জ্বলে উঠলেন জো রুট। নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে লর্ডস টেস্টে শতরান হাঁকিয়ে দলকে জেতালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। শুধু তাইই নয়। রেকর্ডও গড়লেন। টেস্টে ১০ হাজার রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। রান তাড়া করতে নেমে ১১৫ রানে অপরাজিত থাকলেন রুট। স্যার অ্য়ালেস্টার কুকের পর দ্বিতীয় ইংরেজ ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক হলেন জো রুট।
আরও পড়ুন: রান নিতে গিয়ে ছুড়লেন ব্য়াট, মাঠেই লুটোপুটি খেলেন পন্থ