নয়াদিল্লি: পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের জন্য প্রাক্তন অধিনায়ক তথা রাজনীতিবিদ ইমরান খানকে অভিনন্দন জানালেন কপিল দেব। এবিপি আনন্দর সঙ্গে একান্ত কথোপকথনের সময় তিনি বলেছেন, ‘এটা বড় কৃতিত্ব। দেশের কাছে ক্রিকেট খেলা কিছুই না। ও (ইমরান খান) যখন বিশ্বকাপ জিতেছিল, তখন আবেগতাড়িত ছিল। ও এখনও একইরকম আছে। এই জায়গায় পৌঁছতে ওর ২৫ বছর লেগেছে। আশা করি ওর সাফল্য দেশের উন্নতিতে কাজে লাগবে। ক্রিকেট মাঠে দেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং পরবর্তীকালে নেতা হয়ে ওঠার অনুভূতি দুর্দান্ত। অনেক খেলোয়াড়ই রাজনৈতিকভাবে বিভিন্ন পদে থেকেছে। তবে কেউই এত বড় পদে (প্রধানমন্ত্রী) যেতে পারেনি।’

ইমরান ক্ষমতায় এলে ভারত-পাক ক্রিকেট কূটনীতি কোন দিকে যেতে পারে? এই প্রশ্নের জবাবে কপিল বলেছেন, ‘ইমরান যেহেতু ক্রিকেটার ছিল তাই আশা করি ও পরিস্থিতির উন্নতি ঘটাতে চাইবে। ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাই এ বিষয়ে একমত। তবে সবার আগে মাঠের বাইরের পরিস্থিতি উন্নত করতে হবে। ও অনেকবার ভারতে এসেছে। আমরা ক্রিকেট কতটা ভালবাসি, সেটা ও জানে। ও দু’দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে পারে। সেটা যদি ক্রিকেটের মাধ্যমে হয়, তাহলে আমরা ক্রিকেটাররা খুব খুশি হব।’

ইমরানের আগ্রাসী চরিত্র সম্পর্কে বলতে গিয়ে কপিল একটি ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি একবার ওকে বলেছিলাম, ভাষণ দেওয়ার সময়ও ও আগ্রাসী হয়ে ওঠে। সে কথা শুনে ও জবাব দিয়েছিল, আমি যে ইস্যুগুলি তুলি সেগুলির জন্য জীবনের ঝুঁকি নিতেও পরোয়া করি না।’